সৌদিতে দূর্ঘটনায় না.গঞ্জের দুই যুবক নিহত

প্রকাশিত

সৌদি আরবের মদিনা শহরে এক সড়ক দুর্ঘটনায় দুজন বাংলাদেশি নিহত হয়েছেন। তাদের বাড়ি নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় এবং তারা সর্ম্পকে মামা-ভাগ্নে বলে জানা গেছে। নিহতদের নাম সাজ্জাদ ও ফাহিম।

স্বজনরা জানান, বন্দর উপজেলার ছালেহনগর ভূঁইয়া বাড়ির আব্দুল বাতেনের ছেলে সাজ্জাদ ও সালাউদ্দিন মিয়ার ছেলে ফাহিম সৌদি আরবের মদিনা শহরে বসবাস করে আসছিলেন। তারা মদিনায় জান্নাতুন বাগিচা এলাকার একটি মাছের মার্কেটে কাজ করতেন। সৌদি সময় শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় মদিনা-জেদ্দা মহাসড়কে তারা দূর্ঘটনার শিকার হয়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

নিহত ফাহিমের ছোট ভাই সৌদি প্রবাসী ফারাহি ফাহাদের বরাত দিয়ে স্বজনরা ঘটনা নিশ্চিত করেছেন। তাদের লাশ দেশে আনার প্রক্রিয়া শুরু হয়েছে।

দূর্ঘটনায় মামা-ভাগ্নের মৃত্যুর খবর নারায়ণগঞ্জের বাড়িতে পৌঁছলে শোকের ছায়া নেমে আসে। দুই পরিবারের সদস্যসহ স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন।

আপনার মতামত জানান