সোনারগাঁয়ে সুবর্ণগ্রামের কর্মসূচী

প্রকাশিত

সোনারগাঁয়ে করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক সংগঠন সুবর্ণগ্রাম ফাউন্ডেশন মানুষের পাশে দাঁড়ানোর বিভিন্ন কর্মসূচি গ্রহন করেছে। শনিবার সকালে সোনারগাঁয়ের বাগমুছা গ্রামের ঋষিপাড়ায় বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সহযোগিতায় বাড়ি বাড়ি গিয়ে নিম্ন আয়ের একশত পরিবারে ও সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে বিনা মূল্যে হ্যান্ড সেনিটাইজার বিতরণ করা হয়। এছাড়াও সাবান দিয়ে কি ভাবে হাত ধুতে হয়, পরিস্কার-পরিচ্ছন্ন থাকতে হয়, বাড়ির আঙিনা পরিস্কার রাখতে হয় তা নিয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন করে সংগঠনটি।

এসময় সুবর্ণগ্রাম ফাউন্ডেশনের পরিচালক কবি শাহেদ কায়েসের নেতৃত্বে হ্যান্ড সেনিটাইজার বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সদস্য তামজীদ হায়দার চঞ্চল, সুবর্ণগ্রামের স্বেচ্ছাসেবক ইমন শাহ্, খায়রুল আলম খোকন, আতিকুর রহমান মিঠু, তুলসী রানী দাস, মনিকা রানী দাস ও সৌরভচন্দ্র দাস প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার মতামত জানান