সোনারগাঁয়ে মিনা দিবস পালিত

প্রকাশিত

‘মনের মতো স্কুল পেলে, শিখবো মোরা হেসে খেলে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে মীনা দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বর্ণিল সাজে সজ্জিত শিক্ষার্থীদের নিয়ে র‌্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালিতে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা নিখিল চন্দ্র বিশ্বাস, সহকারি উপজেলা শিক্ষা অফিসার কানিজ ফাতেমা, শাহানাজ পারভীন, প্রিন্সেস হাফেজা জামাল হেলালী ও লোরা আহম্মেদ এবং প্রধান শিক্ষক রেহেনা বিলকিস।

এরপর ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যেমন খুশি তেমন সাজো ও চিত্রাংকন প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

যেমন খুশি তেমন সাজো ও চিত্রাংকন প্রতিযোগিতায় প্রথম হয়েছে হাবিবুল্যা হাবিব, দ্বিতীয় ইসরাত জাহান ইরা, তৃতীয় মাইশা মালিহা।
চিত্রাংকনে “খ”বিভাগে লাবিবা সুলতানা প্রথম , সুদীপ্ত দ্বিতীয় হাজেরা তৃতীয় । “ক” বিভাগে খাদিমুল প্রথম , সারাফ দ্বিতীয় স্থান অধিকার করেছে।

আপনার মতামত জানান