সোনারগাঁয়ে পাগলীর পুত্র সন্তান প্রসব

প্রকাশিত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গত বৃহস্পতিবার গভীর রাতে এক পুত্র সন্তানের জন্ম দেয় এক পাগলী। সন্তানের পিতৃ পরিচয় বলতে পারেননা তিনি। আনুমানিক ৩০ বছর বয়ষ্ক এই নারী কিছুটা শুদ্ধ ভাষায় কথা বলে। তবে তার নাম ঠিকানা জিজ্ঞেস করলেও সে কিছুই বলতে পারেনা। তার এই বাচ্চাকে নিয়ে যেতে নার্সসহ সাধারণ মানুষের মধ্যে আগ্রহ দেখা দিয়েছে।

জানা গেছে, উপজেলার পিরোজপুর ইউনিয়ন এলাকায় গর্ভাবস্থায় দীর্ঘদিন যাবত ঘুরে বেরাচ্ছিল পাগল এই নারী। পরে গত বৃহস্পতিবার গভীর রাতে পিরোজপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন ডেংরা মিস্ত্রির বাড়ির পাশে রাস্তায় বসে প্রসব বেদনায় কান্নাকাটি শুরু করলে স্থানীয়রা তাকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার সময় পথিমধ্যে সে একটি পুত্র সন্তান প্রসব করে। পরে নবজাতকসহ তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন।

এদিকে পাগলীর এই সন্তানকে দত্তক নেয়ার জন্য হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স সহ স্থানীয় অনেকে আগ্রহ প্রকাশ করলেও কেউ পাগলীর দায়িত্ব নিতে চাচ্ছেন না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহী জানান, মানসিক ভারসাম্যহীন এই নারী তার বাচ্চাসহ নিয়ম অনুযায়ী সরকারী হেফাজতে থাকবে।

আপনার মতামত জানান