সোনারগাঁয়ে ঈদগাঁ ও কবরস্থানের রাস্তা নির্মাণ

প্রকাশিত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের এলাকাবাসীর দীর্ঘ দিনের স্বপ্ন পূরন করলেন ব্যবসায়ী আবুল হাসেম রতন ।

বুধবার (৩ জুন) সনমান্দী ইউনিয়নের মহেশ্বরদী গ্রামের একটি ঈদগাঁ ও কবরস্থানের রাস্তা নির্মাণ করে দিলেন তার নিজস্ব অর্থায়নে ।

সনমান্দী ইউনিয়নের হরিহরদী এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক স্বর্না ইলেকটনিক্সের মালিক আবুল হাসেম রতনের নিজস্ব অর্থায়নে মহেশ্বরদী গ্রামের এলাকাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূর্ণ হতে যাচ্ছে ।

মহেশ্বরদী গ্রামের সোয়েল মিয়া জানান, আমাদের দীর্ঘদিনের চাওয়া পূরণ করেছেন রতন ভাই । তার নিজস্ব অর্থায়ন দিয়ে, এই এলাকাবাসী আজ ঈদগাহে গিয়ে খুব সহজে ইদের নামাজ পরতে পারবেন এবং কবরস্থানে মৃত্যুব্যক্তিদের নিয়ে কবর দেয়া যাবে । আগে আমাদের অনেক কষ্ট করতে হতো ।

আলহাজ্ব আবুল হাসেম রতন বলেন, আমি আমার প্রিয় সনমান্দী ইউনিয়নের এলাকাবাসী পাশে থাকতে চাই । আমার ইউনিয়নের কোন লোকের সমস্যা থাকলে আমাকে জানাবেন আমি চেষ্টা করবো সবসময় আপনাদের পাশে থাকতে ।

আপনার মতামত জানান