সোনারগাঁয়ে আশা’র খাদ্য সহায়তা

প্রকাশিত


নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার গোবিন্দপুর, বাড়ি শ্যামকুমার, ষোলপাড়া, জয়রামপুর ও কৃষ্ণপুরা ও ভবনাথপুরের ১০০টি পরিবারের পাশে দাঁড়িয়েছে বেসরকারি ঋনদানকারী প্রতিষ্ঠান (এনজিও) আশা। সোমবার সোনারগাঁ পৌরসভার বাড়ি শ্যামকুমার এলাকায় কর্মহীন মানুষের মধ্যে খাদ্য সহায়তা করেছেন।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুল ইসলামের তত্বাবধানে আশা’র সোনারগাঁ উপজেলা শাখা আরএম নয়ন কুমার মন্ডল সোনারগাঁ থানা প্রেসক্লাবের সভাপতি গাজী মোবারক এর কাছে ১শত প্যাকেট খাদ্য সামগ্রী হস্তান্তর করেন।ত্রাণ সহায়তায় ছিল ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ লিটার তেল, ২ কেজি মুসুর ডাল ও ১ কেজি লবন।

সোমবার দুপুরে বাড়ি শ্যামকুমার এলাকায় এ খাদ্য সহায়তা প্রদান করা হয়।

নয়ন কুমার মন্ডল বলেন, করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সারা দেশব্যাপী আশা’র ১২ কোটি টাকার খাদ্য সহায়তা বিতরণ প্রক্রিয়ার অংশ হিসেবে আশা সোনারগাঁ উপজেলা প্রশাসনের ত্রাণ ভান্ডারে দুইশত প্যাকেট খাদ্য সামগ্রী জমা করেন। সেখান থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নে অসহায় মানুষকে খাদ্য সহায়তা করতে প্রওশাসনের পক্ষ থেকে থানা প্রেসক্লাবের সভাপতির নিকট ১শত ত্রাণের ব্যাগ প্রদান করা হয়।




আপনার মতামত জানান