সনমান্দী হাছান খাঁন উচ্চ বিদ্যালয়ে বৃ্ক্ষ রোপন কর্মসূচী

প্রকাশিত

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দী হাছান খাঁন উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন ফলদ ও বনজ গাছের চারা রোপণ কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (১২ জুন) সনমান্দী জনকল্যাণ সংস্থা উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচির আয়োজন করা হয়।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুল ইসলাম বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন।কর্সমসূচিতে অংশ গ্রহন করেন সনমান্দী হাছান খাঁন উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও প্রথম আলোর প্রতিনিধি আলহাজ্ব মনিরুজ্জামান। সনমান্দী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন, উপজেলা যুবলীগের সহ সভাপতি নজরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আবুল হাসেম রতন, সনমান্দী ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ আলী, সনমান্দী হাছান খানঁ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, প্যানেল চেয়ারম্যান মোমেন সরকার, নারী নেত্রী শ্যামলী চৌধুরী, সনমান্দী জনকল্যাণ সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুল ইসলাম জনকল্যাণ সংস্থার সদস্যদের উদ্দেশ্যে বলেন, তোমরা বৃক্ষ রোপন করছো, খাদ্য সহায়তা করেছ, মানব দেয়াল তৈরি করছো। তোমরা ছাত্র তোমাদের এটা দায়িত্ব নয় তারপরও মানবিকতা থেকে করছো নিঃসন্দেহে প্রশংসনীয় একটি মহৎ কাজ। এই বৃক্ষ রোপনের মতোই স্বপ্নের একটি বীজ নিজের ভেতরে রোপন করতে হবে এবং সেটা লালন করতে হবে। তোমরা সামাজিক কাজ যা-ই করোনা কেন। একটি লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে। আগে তোমাদের ঠিক করতে হবে তোমরা কোন কাজটা ভালো করতে পারো সেই লক্ষ্য নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। সবাই কে ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে হবে এমন কোনো কথা নয়। তুমি একজন ব্যবসায়ী হতে পার উদ্যোক্তা হতে পার তবে বুকের ভেতর লালন করে সাধনা চালিয়ে যেতে হবে কোনো কিছু এমনিতেই হয়ে যায়না। এই বৃক্ষের মতোই ফলে ফুলে ভরে উঠুক তোমাদের স্বপ্ন। এসময় জনকল্যাণ সংস্থার সকল সদস্যদের ধন্যবাদ জানান তিনি

আপনার মতামত জানান