রেনু হত্যার প্রতিবেদন দাখিল হয়নি আজকের নির্ধারিত দিনে

প্রকাশিত

রাজধানীর উত্তর বাড্ডায় সন্তানকে স্কুলে ভর্তির খবর নিতে গিয়ে ছেলেধরা সন্দেহে তাসলিমা বেগম রেনুকে গণপিটুনিতে হত্যার ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল হয়নি আজকের নির্ধারিত দিনে। এজন্য নতুন করে ২০ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

আজ বুধবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্ধারিত দিন ছিল। তবে মামলার তদন্তকারী কর্মকর্তা তা দাখিল করেননি। এরপর ঢাকা মহানগর হাকিম জিয়াউর রহমান প্রতিবেদন দাখিলের জন্য নতুন করে ২০ ফেব্রুয়ারি দিনটি ধার্য করেন।

গত ২০ জুলাই সকালে ছেলেধরা সন্দেহে তাসলিমা বেগম রেনুকে পিটিয়ে আহত করে বিক্ষুব্ধ জনতা। এ ঘটনায় ওইদিন বাড্ডা থানায় ৪০০-৫০০ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা করেন রেনুর ভাগ্নে নাসির উদ্দিন।

আপনার মতামত জানান