বেদে পল্লীতে বাসমাহ’র স্কুল

প্রকাশিত

নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলা লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদী তীরে গড়ে উঠেছে বেদে পল্লীতে সামাজিক সংগঠন বাসমা উদ্যোগে একটি স্কুল প্রতিষ্ঠা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে স্কুলটি উদ্বোধন করা হয়। পরে বেদে সম্প্রদায়ের ছোট ছেলেদের মেয়েদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। বা

ফাউন্ডেশনের মহাসচিব তুহিন মাহমুদ জানান, একটা সময় নৌকায় বসবাস করলেও এখন তারা নদীর তীর ঘেঁসে রাস্তার ধারে বাস করছে৷ তবে তাদের জীবন যাপন খুব নিম্নমানের। প্লাস্টিকের ছাউনি দিয়ে ছোট্ট খুপরি ঘর বানিয়ে তাতেই তারা দিন শেষে গা এলিয়ে দেয়। এ পল্লিতে বড়দের চেয়ে শিশুদের সংখ্যাই বেশী। এই শীতে পর্যাপ্ত উষ্ণ পোশাকও নেই অনেকের। বাসমাহ ফাউন্ডেশন এখানকার সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াতে একটি স্কুল প্রতিষ্ঠা করেছে। শিক্ষার্থীদের মাঝে আজ নতুন বই এবং শীতবস্ত্র সোয়েটার বিতরণ করা হয়েছে। বাসমাহ ফাউন্ডেশন এভাবেই দুস্থ ও অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে চায়।

আপনার মতামত জানান