মুসল্লীর বেশ ধরা মাদক ব্যবসায়ী শয়তান আটক

প্রকাশিত

ধর্মীয় বিশ্বাসকে কাজে লাগিয়ে দাঁড়ি ও টুপি পরে মাদক পাচারের সময় এক মাদক ব্যবসায়ীকে নাফরমানকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১) এর একটি দল। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে বেশ কিছু ফেন্সিডিল।

রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যায় সোনারগাঁ উপজেলার কাঁচপুর সেতুর নিচে চেকপোস্টে তল্লাসী চালানোর সময় তাকে গ্রেফতার করা হয়েছে।

র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো.আলেপ উদ্দিন জানান, তথ্য ছিল প্রাইভেট কারে কিছু মাদক আসবে, ‘সেই অনুযায়ী কাঁচপুর সেতুর নিচে চেকপোস্টে তল্লাসী চালানো হলো তিন-চারটি গাড়ি, আমাদের কাছে যা ছিল তা দিয়ে নিজেরা ও গাড়ির ড্রাইভারদের ইফতারি করালাম। এই ব্যক্তিও ছিলেন একটি পিকআপ ভ্যানের ড্রাইভার তাকেও ইফতারি করিয়েছি।

জানা ছিল না ইনিই আমাদের সেই কুখ্যাত মাদক ব্যবসায়ী, বেশ দেখে মনেই হয়নি, উনি রাস্তায় প্রাইভেটকার চেঞ্জ করে পিকআপ নিয়ে আমাদেরকে ফাকি দেওয়ার চেস্টা করেছেন, ইফতার শেষে চেকপোস্ট অতিক্রম করলে এডভ্যান্স টিম তাকে পাকড়াও করার চেস্টা করলে গাড়ি রেখে পালিয়ে যাওয়ার চেস্টা করে। তাকে গ্রেফতার করা হয়। পরে সে পিকআপ ভ্যান থেকে ফেনসিডিল বের করে দেয়। এই মাদক সে রূপগঞ্জের গাউছিয়া এলাকায় পাচার করার জন্য নিয়ে যাচ্ছিল।

আপনার মতামত জানান