ভিপি নুর ও রাশেদের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা

প্রকাশিত

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা ও মানহানিকর তথ্য ছড়ানোর অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল শাখা ছাত্রলীগের প্রচার সম্পাদক অর্ণব হোড় বাদী হয়ে ধানমণ্ডি থানায় মামলাটি করেন। মামলায় নুরকে সহায়তার অভিযোগে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খানকেও আসামি করা হয়েছে।

মামলার এজাহারে অর্ণব হোড় বলেছেন, ‘ফেসবুক লাইভে এসে নুর ও রাশেদ গুজব ছড়ান। তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতির বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর তথ্য ছড়ান। এ ছাড়া নুর তাঁর ফেসবুক পেজে লিখেছেন, আওয়ামী লুটেরা, চাঁদাবাজ, সন্ত্রাসীরা আজ পাকিস্তানি হানাদারদের থেকেও বর্বর হয়ে গেছে বলে মিথ্যা ও ভিত্তিহীন গুজব ছড়ান। যা কিনা দেশ ও সমাজে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করে।’

ধানমণ্ডি থানার ওসি হুমায়ুন কবির মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মামলা হয়েছে। এখন আমরা বিষয়টি তদন্ত করছি। তথ্য-প্রমাণের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

প্রসঙ্গত, গত ২২ ডিসেম্বর দুপুরে ডাকসু ভবনে নিজ কক্ষে ভিপি নুরুল হক নুর ও তাঁর সংগঠনের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় হামলা ও মারধরের অভিযোগ এনে গত ২৬

ডিসেম্বর নুরসহ ২৯ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় আরো একটি মামলা করা হয়েছে। একই ঘটনায় এর আগে ২৪ ডিসেম্বর ৩৭ জনকে আসামি করে নুরুল হক নুরও শাহবাগ থানায় একটি অভিযোগপত্র দেন। এটিও মামলা হিসেবে নথিভুক্ত হয়েছে বলে জানা গেছে।

আপনার মতামত জানান