ভর্তি বাণিজ্য বন্ধে আমাদের কড়া নজরদারি রয়েছে : শিক্ষামন্ত্রী

প্রকাশিত

শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি ভর্তি বাণিজ্য বন্ধে গণমাধ্যম ও অভিভাবকদের সহযোগিতা চেয়েছেন।কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান অনিয়ম করছে, সেগুলোর বিষয়ে আমাদের কড়া নজরদারি রয়েছে। এ বিষয়টিতেও গণমাধ্যমের সহযোগিতা চাই।

একই সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, সামাজিক সচেতনতার জন্য গণমাধ্যম ও অভিভাবকদের সহযোগিতা প্রয়োজন।

তিনি আরো বলেন, আমাদের চতুর্থ শিল্প বিপ্লবের জন্য দক্ষতা সম্পন্ন জনশক্তি প্রয়োজন। সেই লক্ষ্যে আমরা শিক্ষার কারিকুল্যাম পরিবর্তন এনেছি এবং শিক্ষামন্ত্রণালয় কাজ করছে। শিক্ষার্থীদের মূল্যায়ন পদ্ধতি পরিবর্তন এবং শিক্ষকদের প্রশিক্ষন দেওয়ার ব্যবস্থা হচ্ছে। সবমিলিয়ে শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন আমাদের প্রধান লক্ষ্য।

চাঁদপুরের বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের দশযুগ পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

আপনার মতামত জানান