বিশে বিশ না দিলে ঘটতে পারে বিপত্তি

প্রকাশিত

বিষে বিষ কাটে গ্রাম বাংলার এ লোক কথাটি যেমন প্রমানিত তেমনি নতুন বছরে ও বিশে বিশ না দিলে ঘটতে পারে অনাঙ্খিত বিপত্তি।আজ থেকে শুরু হলো নতুন আরেকটি বছর। নতুন আশা ও সম্ভাবনা নিয়ে এসেছে ২০২০ সাল। নতুন বছরে তারিখ লেখার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে সবাইকে।

তারিখ লেখার সময় আমরা সাধারণত বছেরের শেষ সংখ্যা লিখতেই অভ্যস্ত। যেমন ২০১৯ সালে আমরা সালের জায়গায় শুধু ১৯ লিখেছি। কিন্তু ২০২০ সালে এটা করা যাবে না। এতে প্রতারকরা সেখানে অন্য কোনো সংখ্যা লিখে জালিয়াতি করতে পারে।

প্রশ্ন জাগতে পারে তাহলে সব বছরই তো এমন প্রতারণা করা যেত। না তা ঠিক নয়। ২০২০ সালটা যদি আমরা একটু গভীরভাবে দেখি তাহলেই আসল ঘটনাটি বুঝতে পারবো।

মনে করেন, আপনি লিখলেন ৩১/০১/২০ এখন প্রতারক চাইলে এটাকে ৩১/০১/২০১৯ অথবা ৩১/০১/২০০০ বানিয়ে দিতে পারে। তাই যখন আপনি ২০২০ সালে কোন তারিখ লিখবেন তা ৩১/০১/২০২০ এভাবে লিখুন।

আপনার মতামত জানান