পুলিশভ্যানে ট্রেনের ধাক্কা, নিহত-৩

প্রকাশিত



চট্টগ্রামের সীতাকুণ্ড থানার পুলিশের পিকআপ ভ্যানে ট্রেনের ধাক্কায় তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন পুলিশ সদস্যসহ তিনজন। আহতেরা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


আজ রোববার দুপুর সাড়ে ১২টায় উপজেলার সলিমপুর ইউনিয়নের ফকিরহাটসংলগ্ন রেললাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত পুলিশ সদস্যরা হলেন মোহাম্মদ এস্কান্দর (৩৭), মো. মিজান (৩৮) ও মোহাম্মদ হোসেন (৩৬)। তাঁরা প্রত্যেকেই পুলিশ কনস্টেবল হিসেবে দায়িত্বরত। তবে আহত পুলিশ সদস্যদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ। তিনি জানান, টহল ডিউটিতে কর্মরত পুলিশ সদস্যরা রেললাইন পার হওয়ার সময় চট্টগ্রামমুখী ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এক পুলিশ সদস্যের এবং চমেক হাসপাতালে আরও দুই পুলিশ সদস্যের মৃত্যু হয়।

এ ছাড়া দুর্ঘটনায় গুরুতর আহত আরও দুই পুলিশ সদস্যসহ তিনজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁদের অবস্থাও সংকটাপন্ন বলে জানিয়েছেন তিনি।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ আজকের পত্রিকাকে বলেন, ‘সলিমপুরে আসামি ধরতে যাওয়ার সময় রেলক্রসিংয়ে গিয়ে গাড়িটি বিকল হয়ে যায়। এ সময় চট্টগ্রামমুখী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি আমাদের পিকআপটিকে ধাক্কা দেয়।’

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে সীতাকুণ্ড থানার পুলিশবাহী পিকআপ ভ্যানটি ফকিরহাট রেললাইন এলাকা অতিক্রমের সময় চট্টগ্রামমুখী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশবাহী পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই পুলিশ সদস্য এস্কান্দরের মৃত্যু হয়।

শরীর থেকে হাত-পা বিচ্ছিন্ন হয়ে গুরুতর আহত হন সীতাকুণ্ড থানার আরও চার পুলিশ সদস্য। পরে স্থানীয়রা আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। চমেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর চিকিৎসক আহত পুলিশ সদস্য মিজান ও হোসেনকে মৃত ঘোষণা করেন।

আপনার মতামত জানান