পঞ্চম শ্রেণির বাংলা

প্রকাশিত

শ্রেণিভিত্তিক

গুরুত্বপূর্ণ

প্রশ্নোত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ১ ও ২ ক্রমিকের প্রশ্নগুলোর উত্তর লেখো : (পাঠ্য বই থেকে)

এক দেশে ছিল এক রাজা। রাজার একটাই পুত্র। রাজপুত্রের সঙ্গে সেই রাজ্যের রাখাল ছেলের খুব ভাব। দুই বন্ধু পরস্পরকে ভালোবাসে। নিঝুম দুপুরে রাখাল বাঁশি বাজায়। আর তা শুনে রাজপুত্রের মন খুশিতে ঝলমলিয়ে ওঠে। রাজপুত্র বন্ধুর কাছে প্রতিজ্ঞা করে, বড় হয়ে রাজা হলে রাখালকে তার মন্ত্রী বানাবে। তারপর একদিন রাজপুত্র রাজা হয়। রাজপুরী আলো করে থাকে রানি কাঞ্চনমালা। চারদিকে সুখ। এত সুখের মধ্যে রাখালবন্ধুর কথা মনে পড়ে না। রাজপুত্র বন্ধুকে ভুলে যায়। এদিকে রাখাল বন্ধুর কিন্তু খুব মনে পড়ে বন্ধু রাজপুত্রের কথা। শেষে সে একদিন চলেই আসে বন্ধুকে একটুখানি দেখার জন্য। কিন্তু রাজপ্রাসাদের রক্ষীরা অমন গরিব রাখালকে ভেতেরে ঢুকতে দেয় না। মনভরা কষ্ট নিয়ে সারা দিন প্রাসাদের দরজার সামনে দাঁড়িয়ে থাকে সে। রাজার দেখা মেলে না। দিন শেষে মনের কষ্ট নিয়ে দুঃখী রাখাল কোথায় যে চলে যায়, কেউ তা জানে না। এক রাতে রাজা ঘুমাতে যায়। কিন্তু ভোরবেলা যখন তার ঘুম ভাঙে, তখনই দেখা যায় কী সর্বনাশ ঘটেছে। রাজা দেখে যে তার শরীরে গেঁথে আছে অগুনতি সুচ। রাজা কথা বলতে পারে না, শুতে পারে না, খেতেও পারে না। রাজ্যজুড়ে কান্নাকাটির রোল পড়ে যায়। রাজা বোঝে প্রতিজ্ঞাভঙ্গের সেই অপরাধেই আজকে তার এই দশা।

১। নিচের যেকোনো পাঁচটি শব্দের অর্থ লেখো : ১×৫=৫

রাখাল, পরস্পর, নিঝুম, প্রতিজ্ঞা, মন্ত্রী, সর্বনাশ, অনুমতি

২। নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো :

ক) রাজপুত্রের সঙ্গে কার বন্ধুত্ব ছিল? তার মন কখন খুশিতে ঝলমলিয়ে উঠত? দুটি বাক্যে লেখো। ২

খ) রাজার কেন মনে হলো প্রতিজ্ঞাভঙ্গের অপরাধে তার সর্বনাশ ঘটেছে? চারটি বাক্যে লেখো। ৪

গ) বন্ধুর জন্য তোমার করণীয় সম্পর্কে চারটি বাক্য লেখো। ৪

উত্তরমালা :

১। ক) রাখাল — যে গরু চরায়

খ) পরস্পর — একের সঙ্গে অন্যের

গ) নিঝুম — নিস্তব্ধ

ঘ) প্রতিজ্ঞা — পণ

ঙ) মন্ত্রী — পরামর্শদাতা

চ) সর্বনাশ — ক্ষতি

ছ) অগুনতি — অগণিত, অসংখ্য

২। ক)

i. রাজপুত্রের সঙ্গে সেই রাজ্যের রাখাল ছেলের বন্ধুত্ব ছিল।

ii. নিঝুম দুপুরে রাখাল বন্ধু যখন বাঁশি বাজাত, তখন রাজপুত্রের মন খুশিতে ঝলমলিয়ে উঠত।

খ.

i. বন্ধুকে কথা দিয়ে কথা রাখতে পারেনি বলে রাজার মনে হয়েছে প্রতিজ্ঞাভঙ্গের অপরাধে তার সর্বনাশ ঘটেছে।

ii. রাজপুত্র প্রতিজ্ঞা করেছিল, রাজা হলে রাখালকে তার মন্ত্রী বানাবে, কিন্তু রাজা হয়ে রাজপুত্র সে কথা ভুলে যায়।

iii. এক দিন ঘুম থেকে উঠে রাজা যখন দেখল যে তার শরীরে অগুনতি সুচ বিঁধে আছে, তখন শারীরিক কষ্টে তার রাখাল বন্ধুর কথা মনে পড়ে যায়।

iv. সেই কষ্ট থেকে তার মনে হয়, বন্ধুকে যে মন্ত্রী বানানোর প্রতিজ্ঞা করেছিল, তা রাখতে পারেনি বলে তার সর্বনাশ ঘটেছে।

গ) বন্ধুর জন্য আমার করণীয় সম্পর্কে চারটি বাক্য হলো —

i. বন্ধুর প্রতি আন্তরিকতা ও ভালোবাসা বজায় রাখব।

ii. বিপদে-আপদে বন্ধুকে সাহায্য করব।

iii. বন্ধু গরিব হলেও তাকে অবহেলা করব না।

iv. বন্ধুকে কোনো কথা দিলে তা রাখতে চেষ্টা করব।

আপনার মতামত জানান