নারায়ণগঞ্জে করোনায় আরও এক মৃত্যু, মোট ৭ জন

প্রকাশিত



করোনা ভাইরাস আতঙ্কের নাম নারায়ণগঞ্জ। এ জেলাটিকে ঢাকার পরেই স্পর্শকাতর এলাকা হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় এ জেলায় ১৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

এবার শহরের মিশনপাড়া এলাকায় করোনা আক্রান্ত হয়ে আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার নাম সিদ্দিকুর রহমান। এ নিয়ে নারায়ণগঞ্জে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল সাতজনে।


মঙ্গলবার দুপুরে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সিদ্দিকুর রহমান মিশনপাড়া এলাকার জলিল মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, কয়েকদিন ধরেই জ্বর, ঠান্ডা, সর্দি, ব্যথাসহ করোনা উপসর্গে ভুগছিলেন। পরে তাকে নারায়ণগঞ্জের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মৃত্যু হয়।

আপনার মতামত জানান