নবম-দশম শ্রেণি ;- রসায়ন

প্রকাশিত

আজ রসায়ন বইয়ের প্রথম অধ্যায় ‘রসায়নের ধারণা’ থেকে কিছু গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া হলো। প্রতিটি প্রশ্নের মান ১

বহু নির্বাচনী প্রশ্ন

মো. মিকাইল ইসলাম নিয়ন, সহকারী শিক্ষক, ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়, চুয়াডাঙ্গা সদর, চুয়াডাঙ্গা

প্রথম অধ্যায় : রসায়নের ধারণা

১। আলকেমি শব্দটি কোন ভাষা থেকে এসেছে?

ক) বাংলা খ) ফারসি

গ) ইংরেজি ঘ) আরবি

২। মোমে কার্বনের সঙ্গে কোন মৌলটি থাকে?

ক) অক্সিজেন খ) হাইড্রোজেন

গ) নাইট্রোজেন ঘ) সালফার

৩। সালোকসংশ্লেষণ মূলত কী ধরনের বিক্রিয়া?

ক) রাসায়নিক খ) জৈবিক

গ) কৃত্রিম ঘ) অজৈব রাসায়নিক

৪। খাদ্য বেশি সময় ধরে সংরক্ষণে নিচের কোনটি ব্যবহৃত হয়?

ক) প্রিজারভেটিভস খ) কীটনাশক

গ) ওষুধ ঘ) সার

৫। অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়ার প্রথম ধাপ কোনটি?

ক) বিষয়বস্তু নির্ধারণ খ) পরিকল্পনা প্রণয়ন

গ) সম্যক জ্ঞান অর্জন ঘ) ফলাফল সম্পর্কে আগাম ধারণা

৬। রসায়নে অনুসন্ধান ও গবেষণার ধাপ কয়টি?

ক) ৫টি খ) ৬টি

গ) ৭টি ঘ) ৮টি

৭। রসায়ন অনুসন্ধানে ‘পরীক্ষণ’ কত তম ধাপে?

ক) ১ম খ) ২য়

গ) ৩য় ঘ) ৪র্থ

৮। কোনটি মানুষকে বিকলাঙ্গ করতে পারে?

ক) লেড খ) মার্কারি

গ) ইউরেনিয়াম ঘ) বেনজিন

৯। কোনটি ক্ষত সৃষ্টিকারী?

ক) বেনজিন খ) টলুইন

গ) লেড ঘ) ঘন HCL

১০। কাঠের প্রধান রাসায়নিক উপাদান কোনটি?

ক) সেলুলোজ খ) স্টার্চ

গ) হাইড্রোকার্বন ঘ) হাইড্রোজেন

১১। প্রাকৃতিক গ্যাস প্রধানত কী?

ক) ইথেন খ) মিথেন

গ) ইথিন ঘ) ইথাইন

১২। স্বল্প বায়ুর উপস্থিতিতে কাঠ পোড়ালে স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতির কোন গ্যাস উৎপন্ন হয়?

ক) CO খ) CO2

গ) SO2 ঘ) SO3

১৩। দাহ্য পদার্থগুলোর বৈশিষ্ট্য হলো—

i. এগুলোতে সহজে আগুন ধরতে পারে

ii. এদের বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়

iii. এগুলো বিষাক্ত পদার্থ

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii খ) i ও iii

গ) ii ও iii ঘ) i, ii ও iii

১৪। স্বাস্থ্যঝুঁকির সংকেতবিশিষ্ট পদার্থগুলো—

i. শ্বাস-প্রশ্বাসের ক্ষেত্রে সংবেদনশীল

ii. ক্যান্সার সৃষ্টিকারী

iii. গ্যাসীয় পদার্থ

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii খ) i ও iii

গ) ii ও iii ঘ) i,ii ও iii

১৫। পাকা আম মিষ্টি হয় যেগুলোর উপস্থিতির জন্য—

i. গ্লুকোজ

ii. সুক্রোজ

iii. ফ্রুক্টোজ

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii খ) i ও iii

গ) ii ও iii ঘ) i, ii ও iii

১৬। জারক গ্যাস (দাহ্য পদার্থ) নির্দেশক সাংকেতিক চিহ্ন কোনটি?

ক) আগুনের শিখা খ) বৃত্তের ওপর আগুনের শিখা

গ) ট্রিফয়েল ঘ) বিপজ্জনক

১৭। ট্রিফয়েল দ্বারা কোন প্রকার আলোকরশ্মি বোঝায়?

ক) উপকারী খ) কম ক্ষতিকর

গ) অতিরিক্ত ক্ষতিকর ঘ) বেশি উপকারী

১৮। ত্বকে লাগলে ক্ষত সৃষ্টি করে কোনটি?

ক) ক্লোরিন খ ) নাইট্রোজেন

গ) পেট্রোলিয়াম ঘ) আয়োডিন

১৯। নিচের কোন গ্যাস শ্বাসকষ্টের জন্য দায়ী?

ক) N2 খ) H2

গ) Cl2 ঘ) CO2

২০। কোন রাসায়নিক পদার্থ পরিবেশের তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী?

ক) কার্বন মনো-অক্সাইড খ) কার্বন ডাই-অক্সাইড

গ) কার্বন কণা ঘ) অ্যারোসল

বহু নির্বাচনী প্রশ্নের উত্তর

১. ঘ ২. খ ৩. ক ৪. ক ৫. ক ৬. খ ৭. ঘ ৮. গ ৯. ঘ ১০. ক ১১. খ ১২. ক ১৩. ক ১৪. ক ১৫. খ ১৬. খ ১৭. গ ১৮. ক ১৯. গ ২০. খ।

আবু জাফর সৈকত, সহকারী শিক্ষক, হাজী সিরাজ উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, নারায়ণগঞ্জ

১। ত্বকে লাগলে ক্ষত সৃষ্টি করে কোনটি?

ক) ক্লোরিন খ) নাইট্রোজেন

গ) পেট্রোলিয়াম ঘ) আয়োডিন

২। মহাবিশ্বের সব কিছুকে দুই ভাগে ভাগ করা হয়েছে, তা কী?

ক) মৌলিক পদার্থ ও যৌগিক পদার্থ খ) জৈব ও অজৈব পদার্থ

গ) যৌগিক পদার্থ ও মিশ্র পদার্থ ঘ) পদার্থ ও শক্তি

৩। কোনো বস্তুর ভেতরে পদার্থের পরিমাণকে কী বলা হয়?

ক) ওজন খ) ভর

গ) মৌল ঘ) যৌগ

৪। পদার্থের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক ও ঘনত্ব কোন ধরনের ধর্ম?

ক) ভৌত ধর্ম খ) রাসায়নিক ধর্ম

গ) ভৌত-রাসায়নিক ধর্ম ঘ) মৌলিক ধর্ম

৫। কোনো কঠিন পদার্থকে উত্তপ্ত করলে সরাসরি বাষ্পে পরিণত হওয়ার এই প্রক্রিয়াকে কী বলে?

ক) গলন খ) বাষ্পীভবন

গ) ঘনীভবন ঘ) ঊর্ধ্বপাতন

৬। প্রাচীন রসায়নবিদ্যার সূচনা হয় কোন দেশে?

ক) ভারতবর্ষ খ) চীন

গ) ইংল্যান্ড ঘ) মিসর

৭। নিচের কোন কঠিন পদার্থটি উত্তপ্ত করলে সরাসরি বাষ্পে রূপান্তরিত হয়?

ক) সিলিকন ডাই-অক্সাইড খ) লবণ

গ) সোডিয়াম ঘ) আয়োডিন

৮। সোডিয়াম ক্লোরাইডের স্ফুটনাঙ্ক কত?

ক) 1465০C খ) 1265০C

গ) 1600০C ঘ) 1700০C

৯। সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক কত?

ক) 600০C খ) 700০C

গ) 801০C ঘ) 901০C

১০। পানির হিমাঙ্ক কত?

ক) 100০C খ) 0০C

গ) 273০C ঘ) 801০C

১১। সালোকসংশ্লেসণ মূলত কী?

ক) জৈব রাসায়নিক প্রক্রিয়া খ) জৈবিক প্রক্রিয়া

গ) অজৈব রাসায়নিক প্রক্রিয়া ঘ) কৃত্রিম প্রক্রিয়া

১২। বরফের গলনাঙ্ক কত?

ক) 100০C খ) 0০C

গ) 4০C ঘ) 96০C

১৩। চিনির শরবত কী?

ক) অসমসত্ত্ব মিশ্রণ খ) সমসত্ত্ব মিশ্রণ

গ) মৌলিক পদার্থ ঘ) যৌগিক পদার্থ

১৪। মরিচার একটি গ্রহণযোগ্য সংযুক্তি কোনটি?

ক) Fe2O3.H2O খ) Fe2O3.H2 O2

গ) Fe2O3.nH2O ঘ) Fe2O2.nH2O

১৫। পানি কী?

ক) মৌলিক পদার্থ খ) মিশ্র পদার্থ

গ) যৌগিক পদার্থ ঘ) সমসত্ত্ব পদার্থ

১৬। বিভিন্ন ইলেকট্রনিকস তৈরির ফলে কোন পদার্থটি নিঃশেষ হওয়ার সম্ভাবনা রয়েছে?

ক) লোহা খ) দস্তা

গ) তাম ঘ) সিসা

১৭। ভৌত পরিবর্তনের ফলে কী হয়?

i. নতুন পদার্থের সৃষ্টি হয়

ii. অণুর গঠনের পরিবর্তন হয় না

iii. বস্তুর রাসায়নিক সংযুক্তির পরিবর্তন হয় না

নিচের কোনটি সঠিক?

ক) i, ii খ) i, iii

গ) ii, iii ঘ) i, ii ও iii

১৮। রাসায়নিক পরিবর্তনের ফলে কী হয়?

i. নতুন বস্তুর সৃষ্টি হয়

ii. স্থায়ী পরিবর্তন

iii. তাপশক্তির পরিবর্তন হবে

নিচের কোনটি সঠিক?

ক) i, ii খ) i, iii

গ) ii, iii ঘ) i, ii ও iii

১৯। কোনটি মিশ্র পদার্থ?

ক) পানি খ) লবণ

গ) বায়ু ঘ) কার্বন ডাই-অক্সাইড

২০। জৈব পার অক্সাইডের ধর্ম কোনটি?

ক) সুস্থিত খ) অস্থিত

গ) ক্ষয়কারক ঘ) দাহ্য

বহু নির্বাচনী প্রশ্নের উত্তর

১. ক ২. ঘ ৩. খ ৪. ক ৫. ঘ ৬. ঘ ৭. ঘ ৮. ক ৯. গ ১০. খ ১১. ক ১২. খ ১৩. খ ১৪. গ ১৫. গ ১৬. গ ১৭. গ ১৮. ঘ ১৯. গ ২০. খ।

আপনার মতামত জানান