নতুন পানিতে মাছ শিকারে শিশু, নারী পুরুষ

প্রকাশিত



শিশু, নারী পুরুষ দল বেঁধে আনন্দে হইহুল্লোড় করে মাছ শিকার গ্রামবাংলার ঐতিহ্য। দেশের নদ নদী খালবিল শুকিয়ে যাওয়ার কারণে গ্রামবাংলার এই দৃশ্য এখন আর খুব একটা চোখে পড়ে না। আজ বুধবার সোনাভরি নদীর নতুন পানিতে মাছ শিকারের ওই দৃশ্য দেখা গেল কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার মদনেরচর নামক এলাকায়।

গত কয়েকদিনের ভারি বর্ষণে প্রায় শুকনো সোনাভরি নদী যেন প্রাণ ফিরে পেয়েছে। বৃষ্টির পানি যোগ হয়ে নদীর পানি বেড়ে যাওয়ার কারণে স্থানীয় শিশু, নারী পুরুষ মাছ শিকারে মেতে ওঠে। দলবেঁধে নানা বয়সি মানুষের মাছ শিকারের এমন দৃশ্য এক সময়ে হরহামেশায়ই দেখা যেতে দেশের বিভিন্ন স্থানে।

নদীতে আনন্দে মাছ শিকার করছে ৪র্থ শ্রেণির ছাত্র সাকিব হাসান। সে বলে, গেরামের সবাই আইছে তাই আমিও নামছি। পুটি, চিংড়ি ও গড়াই মাছ পাওয়া যাচ্ছে।

রহিমা খাতুন নামের এক গৃহবধু বলেন, এভাবে দল বেঁধে মাছ ধরার মজাই আলাদা।

সুত্র: কালের কন্ঠ

আপনার মতামত জানান