জীবন বাঁচাতে জীবন ফায়ার সার্ভিসের দিলেন ৮ কর্মী

প্রকাশিত




চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে বিস্ফোরণ ও আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসের নিহত কর্মীর সংখ্যা বেড়ে আটজন হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।

এছাড়া অসুস্থ অবস্থায় চট্টগ্রাম সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন ফায়ার সার্ভিসের আরো ১৫ জন। এদের মধ্যে গুরুতর দুজনকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হচ্ছে।

রোববার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার মোঃ মাইন উদ্দিন।

এদিকে আগুনে এখন পর্যন্ত ৪১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্র। আহত হয়েছেন দেড় শতাধিক। তাদের বেশির ভাগই চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। কনটেইনার ডিপোটিতে শনিবার রাতে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর ডিপোতে আগুন ধরে যায়। আগুন এখনো জ্বলছে। আগুন নেভাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী।

আপনার মতামত জানান