কোরবানি দিতে গিয়ে আহত, হাসপাতালে ভিড়

প্রকাশিত


রাজধানীতে পশু কোরবানি দিতে গিয়ে দেড় শতাধিক মানুষ আহত হয়েছেন। তাদের মধ্যে অনেকেই রাজধানীর বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আজ বৃহস্পতিবার (২৯ জুন) বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (নিটোর) গিয়ে এমন তথ্য জানা গেছে।

এসব জায়গায় গিয়ে দেখা গেছে, অনেকে গরু জবাই দিতে গিয়ে গরুর লাথি ও গুঁতা খেয়ে হাত ও পায়ের হাড় ভেঙে কাতরাচ্ছেন।


কোরবানির গরু জবাই দিতে গিয়ে ছুরি ফসকে ও মাংস প্রস্তুত করতে গিয়েও অনেকে হাত ও পায়ের রগ কেটে ফেলেছেন।

কোরবানির গরু জবাই করার সময় ছুরির আঘাতে হাতের রগ কেটে গেছে রাজধানীর আজিমপুর এলাকার আনোয়ার হোসেন নামে এক যুবকের। তার ডান হাতের ৩০ শতাংশ কেটে দুই ভাগ হয়ে গেছে।

দয়াগঞ্জ এলাকার ফয়সাল আলম গরুর লাথি খেয়ে গুরুতর আহত আহত হয়েছেন।


আপনার মতামত জানান