এবার বাংলালিংকের নামে মামলা করল মাইলস

প্রকাশিত

কপিরাইট আইন লঙ্ঘন করে ১৪ বছর ধরে মাইলস ব্যান্ডের জনপ্রিয় গান ‘নীলা তুমি’ ও ‘ফিরিয়ে দাও’ ব্যবহার করায় মোবাইল অপারেটর বাংলালিংকের নামে মামলা করা হয়েছে।

আজ ঢাকার মহানগর দায়রা জজ ইমরুল কায়েশের আদালতে মামলা করেন মাইলস ব্যান্ডের হামিন আহমেদ ও মানাম আহমেদ।

এদিন, বেলা ১১টায় আদালতে হাজির হয়ে মাইলসের শাফিন আহমেদ ও হামিন আহমেদ মামলা দুইটির আবেদন জমা দেন। এরপর দুই মামলায় বাদীদের জবানবন্দি গ্রহণ করে বাংলালিংককের বিরুদ্ধে সমন জারির আদেশ দেন আদালত।

একই দিন মোবাইল অপারেটরটির নামে কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগে মামলা করেন নগর বাউল’খ্যাত ব্যান্ড তারকা জেমসও।

আপনার মতামত জানান