ইজতেমার মুসুল্লিদের স্মরনকালের বৃহত্তম জমায়েত

প্রকাশিত

বিশ্ব-ইজতেমায় মুসল্লিদের রেকর্ড পরিমাণ উপস্থিতি লক্ষ করা গেছে৷ইতিমধ্যেই পূর্ন হয়েছে পুরো ময়দান,সরাসরি ময়দানের প্যান্ডেলের ভেতরে ঢুকা যাচ্ছেনা এই মুহুর্তে৷ইজতেমা ময়দান থেকে আমাদের নিজস্ব প্রতিনিধি মোহাম্মদ রুহুল আমিন জানান এই মূহুর্তে ময়দানের মুসুল্লীদের স্থান সংকলন না হওয়ায় আশপাশের সকল মাদ্রাসা,মসজিদে মুসুল্লীদের থাকার ব্যবস্থা করা হয়েছে,তবুও ময়দানে আগমন কারী ধর্মপ্রাম মুসুল্লীদের ঢল কমছে না৷বিশেষ ভাবে রিজার্ভকরে রাখা খিত্তাগুলোও ইতিমধ্যেই পূর্ন হয়ে গেছে৷

নতুন পয়েন্ট নতুন জায়গা,যা এই প্রথমই ব্যবহার করা হয়েছে ইজতেমার জন্য,
আশরাফ টেক্সট্রাইল এর জায়গা,বাটা কোম্পানির জায়গা,হোন্ডা কোম্পানির জায়গা,তুরাগ নদীপাড়ের সব অবৈধ-বস্তি স্থাপনা সরকার ভেংগে দিয়েছিল প্রশাসন তাতে টঙ্গী ইজতেমার জন্য পুর্বে বরাদ্দকৃত নদীর জায়গা দখলমুক্ত করে পুনরায় ইজতেমার অন্তর্ভুক্ত করা হয়েছে।

মহাসড়কের পাশে কামারপাড়া ব্রিজের সাইডে বিশাল জায়গায় প্যান্ডেলের অন্তর্ভুক্ত করা হয়েছে৷ইতিমধ্যেই এসব জায়গা পূর্ন হয়ে গেছে৷আজ বাদ মাগরিব বয়ান করেন ভারতের মাওলানা ইব্রাহীম দেওলা সাহেব ও বাংলায় অনুবাদ করেন মাওঃ জোবায়ের সাহেব৷

উল্লেখ্য আগামীকাল শুক্রবার বাদ ফজর আম বয়ানের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে শুরু হবে এবারের বিশ্ব ইজতেমা৷

আপনার মতামত জানান