সোহরাওয়ার্দী উদ্যানে জনসমাবেশের ঘোষণা বিএনপির

প্রকাশিত


নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যায়লয়ের সামনে সোমবার (৩১ জুলাই) জনসমাবেশ করছে না বিএনপি। পরিবর্তে দলটি সোহরাওয়ার্দী উদ্যানে জনসমাবেশের ঘোষণা দিয়েছে দলটি।

রবিবার (৩০ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে গণমাধ্যমকে এ তথ্য জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।



এদিকে ঢাকায় জনসমাবেশটি বেলা ৩টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, অবস্থান কর্মসূচি পুলিশ ও আওয়ামী লীগ সন্ত্রাসীদের হামলা, গ্রেফতারের প্রতিবাদে সোমবার সারাদেশে জনসমাবেশ হবে। ঢাকার জনসমাবেশটি সোহরাওয়ার্দী উদ্যানে হবে।

তিনি বলেন, আমরা নয়াপল্টনে জনসমাবেশ করতে চেয়েছিলাম, পরবর্তীতে আমাদের নেতৃবৃন্দের সঙ্গে পুলিশের আলোচনার প্রেক্ষিতে সেটি নয়াপল্টনের পরিবর্তে সোহরাওয়ার্দী উদ্যানে করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই জনসমাবেশে দলের নেতাকর্মীদের পাশাপাশি রাজধানীবাসী অংশগ্রহণ করার জন্য আহ্বান জানান রিজভী।

আপনার মতামত জানান