ইমদাদুল হক মিলনের বই দিয়ে সাজানো হয়েছে শুভসংঘের স্টল

প্রকাশিত


বগুড়া প্রতিনিধি:
বগুড়ায় জমে উঠেছে একুশে বইমেলা। মেলা চত্বরে প্রতিদিন বিকেলে প্রচুর বইপ্রেমী মানুষের সমাগম হচ্ছে। ৩৫টি বইয়ের স্টল নিয়ে সাজানো এই মেলায় বইপ্রেমীদের বিশেষভাবে আকৃষ্ট করেছে বগুড়া শুভসংঘের স্টলটি। স্টলটিতে স্থান পেয়েছে শুধু একজন লেখকের বই। বরেণ্য কথাসাহিত্যিক এবং কালের কণ্ঠ’র প্রধান সম্পাদক ইমদাদুল হক মিলনের প্রকাশিত ১২৬টি বই রাখা হয়েছে স্টলটিতে। ফলে মিলনভক্তদের একটি স্টল থেকে প্রিয় বইগুলো সংগ্রহের সুযোগ সৃষ্টি হয়েছে।

বগুড়ার শহীদ খোকন পার্কে ২০ ফেব্রুয়ারি শুরু হওয়া এই বইমেলা চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। মেলা চত্বরের দক্ষিণ-পশ্চিম কোণে রয়েছে বগুড়া শুভসংঘের স্টল। এই স্টলে বইপ্রেমীদের জন্য সাজানো হয়েছে ইমদাদুল হক মিলনের জনপ্রিয় সব বই।


বগুড়া লেখক চক্রের সভাপতি ইসলাম রফিক বলেন, ‘মেলায় বগুড়ার লেখকদের বই নিয়ে স্টল সাজানো হলেও শুভসংঘের স্টলটি ব্যতিক্রম। কারণ বরেণ্য একজন লেখকের সব বই একটি স্টলে স্থান পাওয়ার ঘটনা বিরল। ইমদাদুল হক মিলন সব বয়সী পাঠকদের জন্য লেখেন। সব বয়সী পাঠকই তাঁর ভক্ত।’

স্টলটির উদ্যোক্তা বগুড়া শুভসংঘের সাধারণ সম্পাদক শিশির মোস্তাফিজ বলেন, ‘প্রতিদিন সকাল থেকে রাত ১২টা পর্যন্ত মেলা চলে। শুভসংঘের সদস্যরা এই সময়টায় দায়িত্ব বণ্টন করে নিয়েছেন। জেলা কমিটির যুগ্ম সম্পাদক তাসনিয়া আক্তার, অর্থ সম্পাদক রুমানা ইয়াসমিন, দপ্তর সম্পাদক কামরুন নাহার, বগুড়া সদর শাখার সভাপতি আশফাকুর রহমান, বগুড়া মহিলা কলেজ শাখার সভাপতি ইফতিহা রহমান শর্মি, মালতিনগর উচ্চ বিদ্যালয় শাখার সভাপতি যুথি আক্তার, জেলা কমিটির সদস্য অপূর্ব সরকার ও বুলবুল আহম্মেদ শুভসংঘের স্টলে পালা করে দায়িত্ব পালন করছেন।’

তিনি আরো বলেন, ‘আগামী ২৮ ফেব্রুয়ারি বিকেলে প্রিয় কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন আমাদের স্টলে বসবেন। এ সময় তিনি বগুড়ার সাহিত্যিক ও সাংস্কৃতিক কর্মী এবং ভক্ত-পাঠকদের সঙ্গে মত বিনিময় করবেন।’


স্টলের দায়িত্বে থাকা তাসনিয়া আক্তার জানান, শিশু-কিশোররা মেলায় এসে প্রথমে খোঁজে ভূত নিয়ে লেখা ইমদাদুল হক মিলনের বইগুলো। মেলা শুরুর প্রথম দিনই ‘ভূতে নিলো ইলিশ মাছ’ বইটির সব কপি শেষ হয়ে গেছে। এ ছাড়া এবার বগুড়া বইমেলায় তাঁর সদ্য প্রকাশিত ‘যে জীবন আমার ছিল’ বইটির চাহিদাও বেশ। আর বঙ্গবন্ধুকে নিয়ে লেখা ‘খোকার ছাতা’ ও ‘দ্য স্টোরি অ্যাবাউট ডিয়ার মাংকি অ্যান্ড টাইগার’ গ্রন্থের সবগুলো কপি গত তিন দিনে শেষ হয়ে গেছে।

আপনার মতামত জানান