স্পেনে জেলে যেতে পারেন পপস্টার শাকিরা
কর ফাঁকির মামলায় স্পেনের জেলে যেতে হতে পারে সাড়াজাগানো কলম্বিয়ান পপ স্টার শাকিরাকে। মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, শাকিরার বিরুদ্ধে ২০১২, ২০১৩ ও ২০১৪ সালে কর ফাঁকির পর্যাপ্ত প্রমাণ আছে স্পেনের আদালতের কাছে। স্পেনের বার্সেলোনার স্থানীয় একটি আদালত এ–সংক্রান্ত একটি রুল জারি করেছেন। ২০ জুলাই এই রুল জারি করা হয়। বিচারক মার্কো জেসাস জুবেরিয়াস জানিয়েছেন, ওই তিন…
বিস্তারিত