ইসরাইলকে হিসাব করে কথা বলার হুশিয়ারি ইরানি জেনারেলের

প্রকাশিত

প্রতিরক্ষানীতিতে শত্রুদের যেকোনো হঠকারী পদক্ষেপের ‘তাৎক্ষণিক, গুরুতর ও শক্তিশালী জবাব’ দেওয়া হবে বলে হুশিয়ার করেছেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনী-বা আইআরজিসি’র প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি।

বুধবার পারস্য উপসাগরের হরমুজ প্রণালিতে মোতায়েন আইআরজিসি’র নৌসেনাদের যুদ্ধ প্রস্তুতি পরিদর্শনের পর এ সতর্কবাণী উচ্চারণ করেন তিনি। খবর ইরনার।

ইসরাইলের প্রতি ইঙ্গিত করে জেনারেল হোসেইন সালামি বলেন, ইরানকে হুমকি দিয়ে যারা কথা বলছে বিশেষ করে দখলদার ইসরাইলের জেনে রাখা উচিত যেকোনো স্থানে যেকোনো মাত্রার হামলার দাঁতভাঙা জবাব দিতে তেহরান প্রস্তুত রয়েছে।

তিনি আরও বলেন, ইরানের স্বার্থে আঘাত হানা হবে অথচ তেহরান তার জবাব দেবে না- এমন দিনের অবসান হয়েছে। ইরানের শত্রুরা যেন আর কোনোদিন সেই দিনগুলো ফিরে আসার স্বপ্নে বিভোর না হয়।

গত বৃহস্পতিবার রাতে আরব সাগরে ইসরাইলি তেলবাহী জাহাজে হামলার ঘটনা ঘটে। ইসরাইল প্রথম থেকেই এ হামলায় ইরান জড়িত বলে অভিযোগ করে আসছে। শনিবার যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রকে এ ব্যাপারে গোয়েন্দা তথ্য ও প্রমাণ পর্যন্ত দিয়েছে তেলআবিব।

আইআরজিসি’র প্রধান কমান্ডার স্পষ্ট করে বলেন, ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রীসহ যারা আমাদের বিরুদ্ধে হুমকির ভাষায় কথা বলেন তাদের প্রতি উপদেশ থাকবে কথাবার্তায় আরো সংযত হোন। আমরা কোনো কূটনৈতিক বার্তা পাঠাচ্ছি না বরং আমরা যুদ্ধের কথা বলছি।

আপনার মতামত জানান