খালে ভরাট করে স্থাপনা, কয়েকগ্রামে জলাবদ্ধতা

প্রকাশিত



নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার কয়েকগ্রামের পানি নিষ্কাশনের একমাত্র খালের মুখে অবৈধভাবে বাঁধ দিয়ে স্থাপনা তৈরি করায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে ভারি বর্ষণে পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের কয়েক গ্রামের মানুষ চরম ভোগান্তিতে পড়েছে।

স্থানীয় এলাকাবাসী জানান, সোনারগাঁ পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের সাহাপুর, সাহাপট্টি, জেলেপাড়াসহ কয়েক গ্রামের পানি নিষ্কাশনের জন্য একটি প্রবাহমান খাল ছিল। পঙ্খীরাজ খালের শাখা হিসেবে পরিচিত সাহাপুর খাল দিয়ে পানি মারীখালী নদ দিয়ে সরাসরি মেঘনা নদীতে নেমে যেত। কিন্তু প্রভাবশালীরা খালের মুখ ভরাট করে স্থাপনা তৈরি করায় সামান্য বৃষ্টিতে বাড়িঘর পানিতে তলিয়ে যায়। এতে প্রায় ২ হাজার মানুষ চরম ভোগান্তিতে আছে।

সরেজমিন দেখা যায়, প্রবাহমান খাল ভরাট করে স্থাপনা তৈরি করায় পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টি হলেই বাড়িঘর ও রাস্তাঘাট তলিয়ে যায়। বাড়ির উঠোনে হাটু পানি থাকায় ছোট ছোট শিশুদের নিরাপত্তাহীনতায় ভুগছে তাদের পরিবার। এ ছাড়া বয়স্ক মানুষও চলাচল করতে পারে না।

এ ছাড়াও পৌরসভার ভট্টপুর, বাণীনাথপুর, রঘুভাঙ্গা, ষোলপাড়া, লাহাপাড়া, নয়ামাটি, পানাম, হাতখোপা, ইসলাম নগর, দিয়াপাড়া, দিঘীরপাড়সহ ২০টি গ্রামে সামান্য বৃষ্টিতে বাড়িঘর, রাস্তাঘাট ও কৃষিজমি তলিয়ে যায়। এলাকাবাসী জানান, পৌরসভা হলেও দীর্ঘ ৯ বছর যাবত কোন রকম উন্নয়ন না হওয়ায় বৃষ্টিতে তারা মানবেতর জীবনযাপন করছেন। সামান্য বৃষ্টিতে ফসলি জমি তলিয়ে পৌরসভার কৃষকদের প্রচুর টাকা লোকসান গুনতে হচ্ছে। তারা জানান, পৌরসভার প্রতিটি খাল দখল হয়ে যাওয়ায় জলাবদ্ধাতার সৃষ্টি হচ্ছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুল ইসলাম জানান, পৌর মেয়র ও ১০টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের জানানো হয়েছে, দখলকৃত খাল উদ্ধারসহ ভাঙা রাস্তাঘাট সংস্কারের জন্য তালিকা তৈরি করতে। সোনারগাঁয়ের কোন এলাকার মানুষ যেন জলাবদ্ধতা ও ভাঙ্গা রাস্তার কারণে কষ্ট না করে সে জন্য অতিদ্রুত উপজেলা পরিষদের ফাণ্ড থেকে এবং চাহিদা পাঠিয়ে উন্নয়ণ ও সংস্কারের ব্যবস্থা করা হবে।

সুত্র: কালের কন্ঠ

আপনার মতামত জানান