ঈমাম ও মুয়াজ্জিনদের মাঝে এমপি খোকার খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এই প্রথমবারের মতো সমাজের সম্মানিত ব্যক্তিবর্গ মসজিদের ঈমাম ও মুয়াজ্জিনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে দৃষ্টান্ত স্থাপন করলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সোনারগাঁওয়ের সংসদ সদস্য জননেতা লিয়াকত হোসেন খোকা।
মরণব্যধি করোনা মোকাবিলায় সোনারগাঁও উপজেলার ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়নের ঈমাম, মুয়াজ্জিম ও খাদেমদের মাঝে উপহার (খাদ্য সামগ্রী) পৌঁছে দেয়া হয়।

এর আগে এমপি খোকা সর্বপ্রথম দুস্থ গরিব,অসহায়, হিন্দু সম্প্রদায়,এতিম,বেদে সম্প্রদায় ও ভিক্ষুকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

গত মঙ্গলবার সকালে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের হাবীবপুর হাফেজিয়া কওমি মাদ্রাসার আঞ্চলিক শিক্ষা বোর্ডের সোনারগাঁয়ের সভাপতি মহিউদ্দিন হুজুরের কাছে উপহার সামগ্রী তুলেদেন এমপি খোকার পক্ষে তার ভাতিজা নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক পার্টির যুগ্ন আহবায়ক হাজী জাবেদ রায়হান।

এসময় ইমাম, মোয়াজ্জিন ও উলামায়ে কেরাম এর উপস্থিতিতে এক মিলাদ মাহফিলের আয়োজন করে করোনা ভাইরাসের হাত থেকে বিশ্ববাসীর মুক্তি কামনা করেন আলেম ওলামাগণ।

আপনার মতামত জানান