বাঞ্ছারামপুরে স্বেচ্ছাসেবক সংগঠনের মানবিক সহায়তা
সৈয়দ আনোয়ার,হোমনা,কুমিল্লা >>
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ভুরভুরিয়া গ্রামে, “একটি গ্রাম একটি পরিবার” নামক স্বেচ্ছাসেবক সংগঠন ত্রাণ সহায়তা ও খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। আজ মঙ্গলবার কর্মহীন শ্রমজীবী মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করে।
সংগঠনের সদস্যরা জানান, প্রবাসীদের উদ্যোগে মানবিক সহায়তা নিয়ে ঘরে ঘরে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। বাহরাইন প্রবাসী জুয়েল সরকার, সৌদি প্রবাসী কাওছার আহমেদ, সীমান্ত ব্যাংক কর্মকর্তা আরিফুল ইসলামের আর্থিক সহযোগিতায় আটা, ডাল, পেঁয়াজ, তৈল, সাবান, লবণ,নগদ অর্থসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ঘর বন্দী মানুষগুলোর জন্য একটি “গ্রাম একটি পরিবার” স্বেচ্ছাসেবক সংগঠন করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে বিভিন্ন কার্যক্রম পরিচালনা পরিচালনা করছে। তাদের এ ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে বলে জানান।
সংগঠনের অন্যতম সংগঠক, সংশোধন চলচ্চিত্রের অভিনেতা সমাজকর্মী আরিফুল মাসুমের নেতৃত্বে ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন, আমির হোসেন মাস্টার, শান্তি মেম্বার, সাধন, ইমন, জুনায়েদ, মহিউদ্দিন, সোহেল, শাহীন ও এস,এম, নেওয়াজ প্রমূখ।
আপনার মতামত জানান