৪৮ কোটি প্রাণী দাবানলে প্রাণ হারিয়েছে
অস্ট্রেলিয়ার ভয়াবহ দাবানলে আর সব ক্ষতির সঙ্গে সঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির জীববৈচিত্র। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওচিত্রে উঠে এসেছে এ ক্ষতির চিত্র।
নিউ সাউথ ওয়েলসের প্রত্যন্ত বাটল শহরের বাসিন্দাদের ধারণ করা এ ভিডিওচিত্রে দেখা যায়, শহরের বাইরে রাস্তার পাশে দাবানলে পুড়ে কয়লাকালো হাজার হাজার প্রাণীর মরদেহ পরে আছে।
এছাড়া দাবানলের কারণে ধোঁয়ায় স্থানটির আকাশ এখনো ধূসর হয়ে থাকতে দেখা যায় ভিডিওচিত্রে।
অস্ট্রেলিয়ার টিভি চ্যানেল এবিসি’র ক্যামেরামান ম্যাট রবার্টস ভিডিওটি তার ব্যক্তিগত টুইটার একাউন্টে শেয়ার করে বলেন, ‘বাটলয়ে যাওয়ার এ সকালটি গা গুলিয়ে আসার মতো, এরকম কিছুই আগে দেখিনি।’
ইউনিভার্সিটি অব সিডনির পরিবেশ বিজ্ঞানীরা ধারণা করছেন, স্তন্যপায়ী, পাখি ও সরীসৃপসহ ৪৮ কোটি প্রাণী দাবানলে প্রাণ হারিয়েছে। প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এছাড়া দাবানলের কারণে বিশেষজ্ঞরা কিছু প্রাণীর বিলুপ্ত হওয়ার বিষয়ে সতর্ক করেছেন।
আপনার মতামত জানান