আ.লীগের কতজন মুক্তিযুদ্ধ করেছেন-মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যেসব আওয়ামী লীগ নেতারা বলেন জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না। তাদের কাছে আমার প্রশ্ন হলো, আপনারা ১৯৭১ সালে দেশে থেকে কতজন মুক্তিযুদ্ধ করেছেন। আমরা তার হিসাব চাই।
রোববার (১৫ ডিসেম্বর) বিকেলে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নিজেদের দলের মধ্যে সরকারের বিভিন্ন রকম এজেন্ট ঢুকে পড়েছে দাবি করে বিএনপি মহাসচিব বলেন, তারা আমাদের মধ্যে ঢুকে বিভেদের সৃষ্টি করতে চায়। বিভিন্ন রকম কথা বলে বিভ্রান্ত করতে চায়।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, শহিদুল ইসলাম বাবুল প্রমুখ।
আপনার মতামত জানান