সোনারগাঁয় সাংসদ খোকার মুক্ত আলোচনা

প্রকাশিত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সন্ত্রাস, মাদক, ইভিটিজং, বাল্য বিবাহ ও দূর্নীতিমুক্ত ‘স্বপ্নের সোনারগাঁ’ গড়ার লক্ষ্যে স্থানীয় স্থানীয় সাংসদ লিয়াকত হোসেন থোকার উদ্যোগে মত বিনিময় সভায় মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুর থেকে সন্ধ্যা পযর্ন্ত সোনারগাঁ রয়েল রিসোর্টে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বর্তমান সরকারের চলমান উন্নয়ণকে ত্বরাম্বিত করতে রাস্তাঘাট, মাদ্রাসা-মসজিদ, স্কুল-কলেজ ও বিভিন্ন উন্নয়ণ চাহিদা তুলে ধরতে এবং বাল্য বিবাহ, ইভটিজিং, মাদক, সন্ত্রাস ও দূনীতি প্রতিরোধে জনপ্রতিনিধি ও সুশীল সমাজের মতামত চেয়ে এ মুক্ত আলোচনা হয়।

এ স্থানীয় সাংসদ লিয়াকত হোসেন খোকা বলেন, আওয়ামী সরকারের আমলে সোনারগাঁয়ে অভুতপূর্ব উন্নয়ণ হয়েছে। এখনো যেখানে রাস্তাঘাট সংস্কার ও নতুন রাস্তা তৈরি, শিক্ষার মানোন্নয়নে যা প্রয়োজন, ইভটিজিং প্রতিরোধ, বাল্য বিবাহ বন্ধ, মাদক, সন্ত্রাস ও দূনীর্তি প্রতিরোধে আপনাদের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে স্বপ্নের সোনারগাঁ গড়তে একসাথে কাজ করতে চাই। প্রয়োজন আপনাদের সহযোগিতা।

উপজেলা নিবার্হী কর্মকর্তা অঞ্জন কুমার সরকারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা সহকারী (ভুমি) মোহাম্মদ নাজমুল হোসাইন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডাঃ হালিমা সুলতানা হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু ওমর, মাহমুদা আক্তার ফেন্সী, সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান মনির, কাঁচপুর হাইওয়ে থানার ওসি মোজাফ্ফর হোসেন, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হক, সনমান্দি ইউনিয়নর পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, পিরোজপুর ইউনিয়ন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, বৈদ্যেরবাজার ইউনিয়নের চেয়ারম্যান ডাঃ রউফ, নোয়াগাঁও ইউনিয়নের চেয়ারম্যান ইউসুফ দেওয়ান, শম্ভুপুরা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রউফ, উপজেলা কৃষি কর্মকর্তা মনিরা আক্তার, উপজেলা প্রকৌশলী হায়দার আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা ইয়াসিনুল হাবিব, জনস্বাস্থ্য কর্মকর্তা নাজমুল হোসেন প্রমূখ।

আপনার মতামত জানান