এসিল্যান্ড এর হস্তক্ষেপে বাল্য বিবাহ বন্ধ
ডেইলি সোনারগাঁ >>
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা এসিল্যান্ডের হস্তক্ষেপে অষ্টম শ্রেনীর এক ছাত্রী বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেয়েছেন। শুক্রবার (২৩ আগস্ট) উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের পরমেশ্বরদী গ্রামে উপস্থিত হয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হুসেইন বাল্য বিয়ে বন্ধ করেন।
নাজমুল হুসেইন জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে জানতে পারেন উপজেলার বারদী উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেনী এক ছাত্রীর বাল্য বিয়ে হচ্ছে । পরে তিনি পুলিশ নিয়ে ওই মেয়ের বাড়িতে উপস্থিত হন। মেয়ের অভিভাবকদের কাছ থেকে ‘তাদের মেয়েকে বাল্য বিয়ে দেবেনা’ মর্মে একটি লিখিত অঙ্গীকার নিয়ে তৎক্ষনাৎ বিয়ে বন্ধ করে দেন।
আপনার মতামত জানান