পৌর আ’লীগের প্রন্তুতি সভা অনুষ্ঠিত

প্রকাশিত

ডেইলি সোনারগাঁ >>
আগামীকাল ২৪ আগস্ট শনিবার বিকালে মোগড়াপাড়া চৌরাস্তা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে শোক সমাবেশ সফল করার সোনারগাঁ পৌরসভা আওয়ামলীগের উদ্যোগে পৌরচত্বরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা যুবলীগের সাবেক সভাপতি গাজী মুজিবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা যুব আইনজীবি পরিষদের সভাপতি এডভোকেট ফজলে রাব্বি, পৌরসভা আওয়ামলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গাজী আমজাদ এর আয়োজনে সভায় প্রধান অতিথি হিসেবে সাবেক সাংসদ কায়সার হাসনাত, প্রধান বক্তা মাহফুজুর রহমান কালাম উপস্থিত ছিলেন।

আগামীকাল ২৪ আগষ্ট শোকসভা সফল করার লক্ষে কায়সার হাসনাত বলেন, আগামীকাল নেতাকর্মীদের জোয়ারে নব্য আওয়ামী লীগাররা কচুরি পাতার মতো ভেসে যাবে। তিনি বলেন, একটি কুচক্রী মহল নিজেদের ফায়দা লুটার জন্য আমাদের মাঝে দ্বন্দ্ব তৈরি করে রেখেছিলো। আজ আমরা ঐক্যবদ্ধ। সোনারগাঁয়ের রাজপথের সৈনিকরা আজ তাদের ভুল বুঝতে পেরেছে। এখন আর পেতাত্মার মাতুব্বরী চলবে না। সাবধান, আজ থেকে কোন ষড়যন্ত্রকারীকে সোনারগাঁ আওয়ামীলীগ ক্ষমা করবে না। মনে রাখবেন আমরা শেখ হাসিনার কর্মী।

মাহফুজুর রহমান কালাম বলেন, যখন আওয়ামী লীগের দুঃসময় ছিলো। যখন বিএনপি জামাত জোট ক্ষমতায় ছিল তখন নব্য আওয়ামীলীগারদের তো রাজপথে দেখি নাই। কোথায় ছিল তারা? আজ যারা মজিব কোর্ট পড়ে আ’লীগ সাঁজতে এসেছে। তাদের জন্মের ইতিহাস দেখেন, তাদের অতিত দেখেন, তারা কোন পরিবার থেকে এসেছে। বিতর্কিত পরিবারের সদস্যরা মুক্তিযুদ্ধের আদর্শের দলকে কুক্ষিগত করতে ঐক্যবদ্ধ হয়েছে। তাদের ষড়যন্ত্র সোনারগাঁবাসী বুঝতে পেরে ঐক্যের ডাক দিয়েছে।

গাজী মুজিবুর রহমান বলেন, আগামীকাল পৌরসভার নেতৃত্বে বিশাল শোকর্যালী নিয়ে জনসভায় উপস্থিত হয়ে বুঝিয়ে দেব জনসভা কাকে বলে। সোনারগাঁ নয় শুধুমাত্র পৌরসভার গণজোয়ারে ৬ জনের পেতাত্মা এলাকা ছেড়ে পালাতে বাধ্য হবে।

আগামী ১ সেপ্টেম্বর থেকে সোনারগাঁয়ে রাজনীতির প্রেক্ষাপট পরিবর্তনেরর ঘোষনা দিয়ে এবং আগামীকালের শোকসভা সফল করার ঘোষণা দেন সকল নেতাকর্মীরা।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সোহেল রানা, সাবেক ডেপুটি কমান্ডার ওসমান গনি, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, উপজেলা আওয়ামীলগের প্রচার সম্পাাদক ও নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দেওয়ান উদ্দিন চুন্নু, কাউন্সিলর আলী আকবর, সনমান্দি ইউ পি সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন সাবু, জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামীম সিকদার শিপলু, জামান মিয়া, সাংগঠনিক সম্পাদক হাজী কামাল, দেওয়ান শরীফ, নারায়ণগঞ্জ জেলা তাঁতীলীগ সিনিয়র সহ-সভাপতি দেওয়ান কামাল, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রবিন, উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি ফরিদ ভুইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খোকন মোল্লা, সাধারণ সম্পাদক আলাউদ্দিন, ছাত্রলীগের সাবেক সভাপতি রাসেল মাহমুদ, পৌরসভা যুবলীগের সভাপতি আসাদ, সাধারণ সম্পাদক বাবু,মামুন আল ঈসমাইল, শাহীন আলম স্বাধীন, পৌরসভা ছাত্রলীগের সভাপতি মাহবুবুর রহমান রবিন, সাধারণ সম্পাদক সাহরিয়ার সাজু, রিয়াদ হোসেন রনি, নব নূর হোসেন সাবিক সহ আওয়ামীলীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

আপনার মতামত জানান