সোনারগাঁয়ে সাড়ে ৯ কোটি টাকার কারেন্ট জাল আটক ও ধ্বংস
ডেইলি সোনারগাঁ >>
নারায়ণগঞ্জের সোনারগাঁয় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুলপরিমাণ অবৈধ কারেন্ট জাল আটক করা হয়েছে। আজ সোমবার সকালে অভিযান চালিয়ে আনন্দ বাজার হাট হতে আনুমানিক ৯ কোটি ৩৬ লাখ টাকা মূল্যমানের এই কারেন্ট জাল আটক করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হুসেইন কালের কণ্ঠকে বলেন, উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের পুরনো হাট আনন্দ বাজারে ঝটিকা অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ‘মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর আওতায় নিষিদ্ধঘোষিত প্রায় ৪৬ লাখ মিটার ৮০ হাজার মিটার নতুন কারেণ্ট জাল জব্দ করা হয়। আটককৃত জালের আনুমানিক ৯ কোটি ৩৬ লাখ টাকা। এ সময় অবৈধ কারেন্ট জাল ব্যবসায়ীরা আদালতের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার জানান, আনন্দ বাজারে অবিযান চালিয়ে ৫টি দোকান থেকে এ বিপুলপরিমাণ জাল উদ্ধার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, একটি চক্র দীর্ঘদিন যাবৎ অবৈধ কারেন্ট জালের ব্যবসা করে আসছে। তারা জানান, হরিগঞ্জের সামসুল হকের ছেলে কবির ও আসাদ, মাইজউদ্দিনের ছেলে গোলজার ও মোহাম্মদ হোসেনের দোকান থেকে কারেন্ট জাল জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের তারা পালিয়ে যায়।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার ও নারায়ণগঞ্জের পাগলা স্টেশনের কোস্ট গার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম এম আসিফ এর নেতৃত্বে কোস্ট গার্ড বাহিনী ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। আটককৃত জালগুলো ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতে আনন্দ বাজারে পুড়িয়ে ধ্বংস করা হয়।
আপনার মতামত জানান