নবম ও দশম শ্রেণি জীববিজ্ঞান

প্রকাশিত

প্রথম অধ্যায়

জীবনপাঠ

জ্ঞানমূলক প্রশ্ন

১। জীববিজ্ঞান কী?

উত্তর : বিজ্ঞানের যে শাখায় জীবের গঠন, জৈবনিক ক্রিয়া এবং জীবনধারণ সম্পর্কে সম্যক জ্ঞান পাওয়া যায় তাকে জীববিজ্ঞান বলে।

২। জীববিজ্ঞানের জনক কে?

উত্তর : জীববিজ্ঞানের জনক হলো অ্যারিস্টটল (খ্রিস্টপূর্ব ৩৮৪-৩২২)।

৩। হিস্টোলজি কী?

উত্তর : জীববিজ্ঞানের যে শাখায় জীবদেহের টিস্যুগুলোর গঠন, বিন্যাস ও কার্যাবলি নিয়ে আলোচনা করা হয় তাকে হিস্টোলজি বলে।

৪। বংশগতিবিদ্যা (Genetics) কী?

উত্তর : জীববিজ্ঞানের যে শাখায় জিন ও জীবের বংশগতির সম্পর্কে আলোচনা করা হয় তাকে বংশগতিবিদ্যা (Genetics) বলে।

৫। প্রত্নতত্ত্ববিদ্যা (Palaeontology) কী?

উত্তর : জীববিজ্ঞানের যে শাখায় প্রাগৈতিহাসিক জীবের বিবরণ ও জীবাশ্ম সম্পর্কিত বিজ্ঞানকে প্রত্নতত্ত্ববিদ্যা (Palaeontology) বলে।

৬। কীটতত্ত্ব (Entomology) কী?

উত্তর : কীটপতঙ্গের জীবন, উপকারিতা, অপকারিতা, ক্ষয়ক্ষতি, দমন ইত্যাদি সম্পর্কিত জীববিজ্ঞানকে কীটতত্ত্ব (Entomology) বলে।

৭। অণুজীববিজ্ঞান (Microbiology) কী?

উত্তর : ভাইরাস, ব্যাকটেরিয়া, আণুবীক্ষণিক ছত্রাক এবং অন্যান্য অণুজীব সম্পর্কিত বিজ্ঞানকে অণুজীববিজ্ঞান (Microbiology) বলে।

৮। জীবপ্রযুক্তি (Biotechnology) কী?

উত্তর : মানব এবং পরিবেশের কল্যাণে জীব ব্যবহারের প্রযুক্তি সম্পর্কিত বিজ্ঞানকে জীবপ্রযুক্তি (Biotechnology) বলে।

৯। শ্রেণিবিন্যাস কী?

উত্তর : পারস্পরিক সাদৃশ্য ও বৈসাদৃশ্যের ওপর ভিত্তি করে জীবকে বিভিন্ন দলে বিভক্তকরণকে শ্রেণিবিন্যাস বলে।

১০। কনজুগেশন কী?

উত্তর : জৈবনিকভাবে ভিন্ন কিন্তু গঠনগতভাবে এক, এরূপ দুটি গ্যামেটের মিলনের মাধ্যমে যৌন প্রজনন ঘটে, তাকে কনজুগেশন বলে।

১১। অ্যানাইসোগ্যামাস (Anisogamous) কী?

উত্তর : আকার-আকৃতি অথবা শারীরবৃত্তীয় পার্থক্য বিশিষ্ট ভিন্নধর্মী দুটি গ্যামেটের মিলনের মাধ্যমে যৌন জনন সম্পন্ন হয়, তাকে অ্যানাইসোগ্যামাস (Anisogamous) বলে।

১২। প্রজাতি কী?

উত্তর : প্রজাতি বলতে বিভিন্ন বৈশিষ্ট্যে সর্বাধিক মিলনসম্পন্ন এক দল জীবকে বোঝায়, যারা নিজেদের মধ্যে মিলনে উর্বর সন্তান উৎপাদনে সক্ষম।

১৩। ICBN-এর পূর্ণ রূপ কী?

উত্তর : ICBN-এর পূর্ণ রূপ হলো International Code of Botanical Nomenclature. উদ্ভিদের নাম ICBN কর্তৃক স্বীকৃত নিয়মানুসারে হতে হয়।

১৪। ICZN কী?

উত্তর : ICZN-এর পূর্ণ রূপ হলো International Code of Zoological Nomenclature. প্রাণীর নাম ICZN কর্তৃক স্বীকৃত নিয়মানুসারে হতে হয়।

১৫। Systema Naturae কী?

উত্তর : সুইডিশ প্রকৃতি বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস প্রণীত একটি গ্রন্থ হলো Systema Naturae.

১৬। নিচের জীবগুলোর বৈজ্ঞানিক নাম লেখো।

উত্তর : (১) ধান Oryza sativa

(২) পাট Corchorus capsularis

(৩) কাঁঠাল Artocarpus heterophyllus

(৪) জাতীয় ফুল (শাপলা) Nymphaea nouchali

(৫) ম্যালেরিয়া জীবাণু Plasmodium vivax

(৬) জাতীয় মাছ (ইলিশ) Tenualosa ilisha

(৭) জাতীয় পাখি (দোয়েল) Copsychus saularis

(৮) জাতীয় পশু (রয়েল বেঙ্গল টাইগার) Panthera tigris

(৯) মানুষ Homo sapiens

অনুধাবনমূলক প্রশ্ন

১। বংশগতিবিদ্যাকে জীববিজ্ঞানের ভৌত শাখা বলা হয় কেন?

উত্তর : ভৌত জীববিজ্ঞান শাখায় তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। জিন ও জীবের বংশগতি ধারা সম্পর্কে এ শাখায় আলোচনা করা হয়। এ জন্য বংশগতিবিদ্যাকে জীববিজ্ঞানের ভৌত শাখা বলা হয়।

আপনার মতামত জানান