ষষ্ঠ শ্রেণি – গণিত

প্রকাশিত

বহু নির্বাচনী প্রশ্ন

প্রশ্নমালা : ১.৩

১। ১৬ ও ২৪ এর গ.সা.গু কত?

ক) ৫ খ) ২৪

গ) ১৬ ঘ) ৮

২। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ৫৭, ৯৩ এবং ১৮৩ কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না?

ক) ২ খ) ৪

গ) ৩ ঘ) ৫

৩। নিচের কোন সংখ্যা দুটির গ.সা.গু ৪?

ক) ৮, ১০ খ) ৮, ১৬

গ) ৪, ৬ ঘ) ৮, ২০

৪। ১৫, ১৮ সংখ্যা দুটির—

i. ১ম সংখ্যাটির মৌলিক গুণনীয়ক ২টি

ii. ২য় সংখ্যাটির গুণনীয়ক ৩টি

iii. সংখ্যা দুটির গ.সা.গু. ৩

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii খ) ii ও iii

গ) i ও iii ঘ) i, ii ও iii

২৮, ৪৮, ৭২ তিনটি সংখ্যা। ওপরের তথ্যের আলোকে নিচের (৫-৭) নম্বর প্রশ্নের উত্তর দাও :

৫। ১ম সংখ্যাটির গুণনীয়ক কয়টি?

ক) ২টি খ) ৬টি

গ) ৩টি ঘ) ৪টি

৬। ১ম ও ২য় সংখ্যার গ.সা.গু. কত?

ক) ২ খ) ৬

গ) ৪ ঘ) ৮

৭। সংখ্যা তিনটির গ.সা.গু. কত?

ক) ২ খ) ৩

গ) ৮ ঘ) ৪

৮। ল.সা.গু এর পূর্ণরূপ কোনটি—

ক) লঘিষ্ঠ সাধারণ গুণিতক

খ) গরিষ্ঠ সাধারণ গুণিতক

গ) লগিষ্ঠ সাধারণ গুণনীয়ক

ঘ) গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক

৯। ৬ এর গুণিতক কয়টি?

ক) ৬১ খ) ৫৬

গ) ৬৩ ঘ) অসংখ্য

১২, ১৮, ২০ তিনটি সংখ্যা। ওপরের তথ্যের আলোকে নিচের (১০-১২) নম্বর প্রশ্নের উত্তর দাও :

১০। ১ম সংখ্যাটির গুণিতক নিচের কোনটি?

ক) ১৪ খ) ২৬

গ) ২৮ ঘ) ৩৬

১১। ১ম ও ৩য় সংখ্যাটির ল.সা.গু. কত?

ক) ২০ খ) ২৮

গ) ৬০ ঘ) ৭২

১২। সংখ্যা তিনটির ল.সা.গু কত?

ক) ১৬০ খ) ১৮০

গ) ১৪০ ঘ) ১৯০

১৩। দুটি সংখ্যার গ.সা.গু. ৬ এবং ল.সা.গু ৩৬। একটি ১২ হলে অপরটি কত?

ক) ১২ খ) ৯

গ) ১৮ ঘ) ২২

১৪। দুটি সংখ্যার ল.সা.গু ও গ.সা.গু-এর গুণফল ২৮। একটি সংখ্যা ৭ হলে অপরটি কত?

ক) ৩ খ) ১

গ) ৪ ঘ) ৬

১৫। দুটি সংখ্যার গ.সা.গু ১২ এবং ল.সা.গু. ৮০ হলে সংখ্যা দুটির গুণফল কত?

ক) ৯৬০ খ) ৮৬০

গ) ৭৬০ ঘ) ৮৭০

১৬। দুটি সংখ্যার ল.সা.গু. ২০, গ.সা.গু. ১। একটি সংখ্যা ৪ হলে অপরটি কত?

ক) ১ খ) ৪

গ) ৫ ঘ) ৭

১৭। দুটি সংখ্যার গুণফল ৭২০। সংখ্যা দুটির ল.সা.গু. ৬০ হলে গ.সা.গু. কত?

ক) ৭২ খ) ১৬

গ) ১৮ ঘ) ১২

তিনটি ঘণ্টা প্রথমে একত্রে বেজে ৬, ১২, ১৫ মিনিট অন্তর বাজতে লাগল।

ওপরের তথ্যের আলোকে নিচের (১৮-১৯) নম্বর প্রশ্নের উত্তর দাও :

১৮। ১ম ও ৩য় ঘণ্টা বাজার সময়ের গ.সা.গু. কত?

ক) ২ খ) ৪

গ) ৫ ঘ) ৩

১৯। ১ম ও ৩য় ঘণ্টা বাজার সময়ের ল.সা.গু. কত?

ক) ২০ খ) ৩০

গ) ৬০ ঘ) ৪০

২০। দুটি সংখ্যার গুণফল ৫৪, গ.সা.গু. ৩ হলে ল.সা.গু কত?

ক) ৩ খ) ১৮

গ) ৫৭ ঘ) ১৬২

২১। দুটি সংখ্যার গ.সা.গু. ও ল.সা.গু-এর গুণফল ১০৮। একটি সংখ্যা ১২ হলে অপর সংখ্যাটি কত?

ক) ৯ খ) ১২

গ) ১৬ ঘ) ১৮

২২। একটি সংখ্যা ১৩ হলে দুটি সংখ্যার ল.সা.গু ও গ.সা.গু. এর গুণফল ৬৫। অপরটি কত?

ক) ৫ খ) ৬

গ) ৭ ঘ) ৮

২৩। দুটি সংখ্যার গ.সা.গু. ৫, ল.সা.গু. ৩৫। একটি সংখ্যা ৭ হলে, অপরটি কত?

ক) ২০ খ) ২৫

গ) ৩০ ঘ) ৩৫

২৪। ৩ এর গুণিতক নিচের কোনটি?

ক) ৬ খ) ৮

গ) ১০ ঘ) ১১

২৫। ১৬, ৪৮ এর গ.সা.গু. নিচের কোনটি?

ক) ৩ খ) ৮

গ) ১২ ঘ) ১৬

উত্তর :

১. ঘ ২. গ ৩. ঘ ৪. গ ৫. খ ৬. গ ৭. ঘ ৮. ক ৯. ঘ ১০. ঘ ১১. গ ১২. খ ১৩. গ ১৪. গ ১৫. ক ১৬. গ ১৭. ঘ ১৮. ঘ ১৯. খ ২০. খ ২১. ক ২২. ক ২৩. খ ২৪. ক ২৫. ঘ।

আপনার মতামত জানান