ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্র
একাদশ-দ্বাদশ শ্রেণি
মো. রবিউল আউয়াল, প্রভাষক, ফিন্যান্স বিভাগ, নটর ডেম কলেজ, ঢাকা
অধ্যায়ভিত্তিক
গুরুত্বপূর্ণ
বহু নির্বাচনী প্রশ্ন
প্রথম অধ্যায়
ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা
১। মুদ্রার বিকল্প হিসেবে কাজ করে কোনটি?
ক) চেক খ) স্টক
গ) বন্ড ঘ) শেয়ার
২। ব্যাংক অব ভেনিস কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক) ১১৫৭ সালে খ) ১১৭৮ সালে
গ) ১৪০১ সালে ঘ) ১৪৯৪ সালে
৩। যৌথ মালিকানাধীন ব্যাংকের মধ্যে সরকারি অংশ কতটুকু?
ক) ৫০% খ) ৫১%
গ) ৫২% ঘ) ৫৩%
নিচের উদ্দীপকটি পড়ে ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।
এ, বি ও সি—এই তিনটি ব্যাংক ডি ব্যাংকের অধীনে থেকে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে। অন্যদিকে ই, এফ ও জি—এই তিনটি ব্যাংক নিজস্ব সত্তা বজায় রেখে একই ব্যবস্থাপনা ও পরিচালনা করে।
৪। এ, বি ও সি এই তিনটি ব্যাংক ডি ব্যাংকের অধীনে থেকে কোন ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে?
ক) গ্রুপ ব্যাংক খ) চেইন ব্যাংক
গ) মিশ্র ব্যাংক ঘ) বন্ধকি ব্যাংক
৫। ই, এফ ও জি—এই তিনটি ব্যাংকের ব্যাংকিং কার্যক্রমের বৈশিষ্ট্য হলো—
i. একে অপরের অধীনে থাকে
ii. প্রতিযোগিতা হ্রাস
iii. বেশি মুনাফা
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) ii, iii
গ) i, iii ঘ) i, ii ও iii
৬। ADB-এর সদর দপ্তর কোথায়?
ক) ম্যানিলায় খ) ব্রাসেলসে
গ) ওয়াশিংটন ডিসিতে ঘ) নিউ ইয়র্কে
৭। বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক কোনটি?
ক) ব্যাংক এশিয়া লি. খ) আরব-বাংলাদেশ ব্যাংক লি.
গ) সিটি ব্যাংক লি. ঘ) ঢাকাব্যাংক লি.
৮। মালিকানার ভিত্তিতে পরিচালিত নিচের কোনটি সরকারি ব্যাংক?
ক) পূবালী ব্যাংক খ) রূপালী ব্যাংক
গ) উত্তরা ব্যাংক ঘ) ন্যাশনাল ব্যাংক
৯। বাংলাদেশে ব্যাংকিং কম্পানি আইন কত সালের?
ক) ১৯৩২ খ) ১৯৯১
গ) ১৯৯২ ঘ) ২০১০
১০। মাইক্রো ফাইন্যান্স সংস্থা কোন ব্যাংক?
ক) গ্রামীণ ব্যাংক খ) সোনালী ব্যাংক
গ) জনতা ব্যাংক ঘ) ন্যাশনাল ব্যাংক
১১। ব্যাবিলনীয় সভ্যতায় ব্যাংকের কেন্দ্রবিন্দু ছিলেন কারা?
ক) দোকানদাররা খ) সাধারণ জনগণ
গ) পুরোহিতরা ঘ) নাবালক ব্যক্তি
১২। মানুষের আয়ের সঙ্গে সম্পৃক্ত কোনটি?
ক) কৃষি উন্নয়ন খ) মানসিক উন্নয়ন
গ) জীবনযাত্রার মান ঘ) রাজস্ব উন্নয়ন
১৩। কোনটি বিদেশি ব্যাংক?
ক) যুমনা ব্যাংক লি. খ) BRAC ব্যাংক লি.
গ) ব্যাংক আল ফালাহ ঘ) শাহজালাল ব্যাংক লি.
১৪। নিচের কোন দেশ ইউনিট ব্যাংকিং পদ্ধতি অনুসরণ করে?
ক) যুক্তরাজ্য খ) যুক্তরাষ্ট্র
গ) বাংলাদেশ ঘ) ভারত
১৫। ডাকঘর সঞ্চয়ী ব্যাংক কী জাতীয় ব্যাংক?
ক) মিশ্র ব্যাংক খ) দেশীয় ব্যাংক
গ) ভোক্তা ব্যাংক ঘ) সঞ্চয়ী ব্যাংক
১৬। বিশ্বের প্রথম ব্যাংক কোনটি?
ক) দ্য ব্যাংক অব বার্সেলোনা খ) দ্য ব্যাংক অব সান জর্জিও
গ) শান্সি ব্যাংক ঘ) কোনোটিই নয়
১৭। শাখা ব্যাংকের আদিভূমি?
ক) যুক্তরাজ্য খ) যুক্তরাষ্ট্র
গ) চীন ঘ) জার্মানি
১৮। ব্যাংকের কাঠামোভিত্তিক শ্রেণিবিভাগ কোনটি?
ক) কেন্দ্রীয় ব্যাংক খ) সরকারি ব্যাংক
গ) অংশীদারি ব্যাংক ঘ) শাখা ব্যাংক
১৯। ‘মুদ্রার প্রয়োজনে ব্যাংক এসেছে’ উক্তিটি কার?
ক) অর্থনীতিবিদ হানা খ) অধ্যাপক ম্যাকলিড
গ) অধ্যাপক হেনরি ফেয়ল ঘ) অধ্যাপক ইউনুস
২০। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রধান কার্যালয় অবস্থিত—
ক) নিউ ইয়র্কে খ) ওয়াশিংটনে
গ) লন্ডনে ঘ) প্যারিসে
বহু নির্বাচনী প্রশ্নের উত্তর
১. ক ২. ক ৩. খ ৪. ক ৫. খ ৬. ক ৭. খ ৮. খ ৯. খ ১০. ক ১১. গ ১২. গ ১৩. গ ১৪. খ ১৫. ঘ ১৬. গ ১৭. ক ১৮. ঘ ১৯. ক ২০. খ।
সুত্র : কালের কন্ঠ
আপনার মতামত জানান