সিনিয়র সাংবাদিক জাকারিয়া মুক্তা আর নেই

প্রকাশিত

সময় টেলিভিশনের বার্তা সম্পাদক ও সিনিয়র সাংবাদিক জাকারিয়া মুক্তা (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইলাইহি রাজিউন)। গতকাল শনিবার রাত ৮টার দিকে অসুস্থ অবস্থায় আগারগাঁওয়ের নিউরোসায়েন্স হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। গত রাতে সময় টেলিভিশনের সামনে জানাজা শেষে নীলফামারীতে গ্রামের বাড়ির উদ্দেশে নিয়ে যাওয়া হয় জাকারিয়া মুক্তার মৃতদেহ।

জাকারিয়া মুক্তার এক আত্মীয় জানান, গতকাল বিকেল পর্যন্ত অফিস করেছেন জাকারিয়া মুক্তা। এরপর তিনি মিরপুরের শেওড়াপাড়ার বাসায় চলে আসেন। সন্ধ্যায় তিনি অসুস্থবোধ করলে রাতে তাঁকে আগারগাঁওয়ের নিউরোসায়েন্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসক জাকারিয়া মুক্তাকে মৃত ঘোষণা করেন।

জাকারিয়া মুক্তা দিনাজপুরের দৈনিক উত্তরা পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। এরপর তিনি সাপ্তাহিক অর্থনীতি, দৈনিক দিনের শেষে, খোলা কাগজ, আজকালের খবরে কাজ করেন। তিনি কয়েক বছর ধরে সময় টেলিভিশনে বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।

আপনার মতামত জানান