সোনারগাঁয়ে ভূমিদস্যু মীর বাহিনীর হামলা, লুটপাট, আহত-১০।

প্রকাশিত

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের আওয়ামী নেতা ভূমিদস্যু মীর কবিরের নেতৃত্বে সন্ত্রাসী মীর বাহিনী কামারগাঁও এলাকায় জমি দখল করতে গিয়ে নারী সহ ১০ জনকে কুপিয়ে মারাত্মক জখম করেছে। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

সোমবার ১৯ জানুয়ারী সন্ধ্যায় মীর কবিরের নেতৃত্বে অন্যের জমি দখল করতে গিয়ে মীর বাহিনীর প্রধান আওয়ামী নেতা মীর কবির, রফিক, রতন, সাগর, রানা, হাসমত, রমজান, জুলহাস, কালাম সহ ১৫/২০ জনের একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পুরো এলাকা থমথমে অবস্থা বিরাজ করছে আবারো রক্তক্ষয়ী সংর্ঘের আশঙ্কা করছেন এলাকাবাসী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভূমিদস্যু মীর কবির সরকারি খাস জমি, খাল, নদনদী সহ এলাকার নিরীহ মানুষের জমি দখল করে স্থাপনা নির্মান সহ অন্যত্র বিক্রি করে আসছিল। সোমবার কামারগাঁও এলাকার শাহ জামালের জমি দখল করতে গেলে তারা বাধা দিলে মীর কবিরের নেতৃত্বে রফিক, রতন, সাগর, রানা, হাসমত, রমজান, জুলহাস, কালাম সহ ১৫/২০ জনের একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা ও লুটপাট চালায়। এ সময় দেশীয় অস্ত্র, চাপাতি, চাইনিজ কুঠার দিয়ে সিফাত, রাহাত, মাসুদ, জুয়েল, টগর, তাহমিনা সহ ১০-১২ জনকে মারাত্মকভাবে আহত করে। এ সময় লুটপাট চালিয়ে স্বর্ণালংকার, নগদ টাকা সহ প্রায় ১০ লাখ টাকার মালামার লুট করে। পরে এলাকাবাসী একত্রিত হয়ে ধাওয়া করলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আবারো সশস্ত্র হামলার ভয়ে আতঙ্কিত পুরো এলাকাবাসী।

ভূক্তভোগী শাহজামাল বলেন, বিগত ১৭ বছরে হতদরিদ্র টোকাই কবির দখলবাজী করে কোটিপতি হয়েছে। এখন সে মীর কবির। ৫ আগস্টের পর স্থানীয় কিছু প্রভাবশালীদের ম্যানেজ করে তার সশস্ত্র সন্ত্রাসী বাহিনী নিয়ে এখনো দখল বাণিজ্য চালিয়ে যাচ্ছে। আমার পরিবার, স্ত্রী-সন্তান, ভাই বোনদের উপর হামলা চালিয়েছে। এখন আমরা নিরাপত্তাহীনতায় আছি।

সোনারগাঁ থানার ওসি মুহিবুল্লার নেতৃত্বে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। আহতদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়ছে। এ ঘটনায় শাহ জামাল বাদী হয়ে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সোনারগাঁ থানার ওসি মুহিববুল্লাহ জানান, ঘটনাস্থলের পরিস্থিতি এখন নিয়ন্ত্রনে রয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত জানান