ক্ষতিগ্রস্ত মানুষ ক্ষতিপূরণে জামায়াতে ইসলাম প্রতিজ্ঞাবদ্ধ – ড. ইকবাল
সারাদেশ যখন লুটপাট, চাঁদাবাজী আর মব ভায়োলেন্সে অতিষ্ঠ সেখানে শান্তিপ্রিয় সোনারগাঁয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর মনোনীত এমপি প্রার্থী ড. মোঃ ইকবাল হোসাইন ভুইঁয়া প্রতিশ্রুতি দিলেন ক্ষতিগ্রস্ত মানুষ ক্ষতিপূরণ সহ সুখেদুঃখে সোনারগাঁবাসীর পাশে থাকার।
৫ আগস্টের পর থেকে যেকোনো ব্যক্তি, গোষ্ঠী বা রাজনৈতিক/অরাজনৈতিক শক্তির দ্বারা সাধারণ মানুষের ক্ষতি বা অন্যায় ঘটলে তার প্রমাণ সংরক্ষণ রাখার আহ্বান জানিয়ে ডক্টর মোঃ ইকবাল হোসাইন ভুইঁয়া বলেন, তিনি যদি সোনারগাঁয়ের এমপি নির্বাচিত হন, তাহলে প্রতিটি মাজলুমের সমস্ত পাওনা আদায় করে তাদের ফিরিয়ে দিবেন।
এ সময় তিনি আরও বলেন, “সোনারগাঁয়ে যত বড় প্রভাবশালী, ক্ষমতাধর ব্যক্তি থাকুন না কেন সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে একবিন্দু ছাড় দেওয়া হবে না। আমাদের মানুষের অধিকার আদায় আমাদের মূল লক্ষ্য বলে তিনি বলেন এ ব্যাপারে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাধারণ মানুষের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ।”


আপনার মতামত জানান