তিতুমীর শিক্ষার্থীদের ঘিরে রেখেছে পুলিশ, প্রস্তুত জলকামান
নিজস্ব প্রতিবেদক
বিশ্ববিদ্যালয়ের দাবি আদায়ে রাজধানী মহাখালীতে রেললাইন অবরোধ করেছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। এমন অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের চারপাশ থেকে ঘিরে রেখেছেন পুলিশ সদস্যরা। প্রস্তুত রাখা হয়েছে জলকামান।
সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে মহাখালী লেভেলক্রসিং এলাকায় এ চিত্র দেখা যায়।
এ সময় রেললাইনের ওপর ২০ থেকে ৩০ জন শিক্ষার্থীকে বসে থাকতে দেখা যায়। এর পাশে দাঁড়িয়ে আছেন আরো শতাধিক শিক্ষার্থী। আর শিক্ষার্থীদের চারপাশ ঘিরে পুলিশ, বিজিবি এবং এবিবিএন সদস্যরা অবস্থান নিয়েছেন। এর পেছনে দাঁড় করিয়ে রাখা হয়েছে জলকামান।
এদিন বিকেল সাড়ে ৩টার দিকে সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে ঢাকার মহাখালী রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা একটি ট্রেন লাল পতাকা দেখিয়ে থামানো হয়।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। অবরোধ চলাকালীন অ্যাম্বুল্যান্স ও রোগী পরিবহনের গাড়ি ছাড়া অন্য গাড়ি চলতে দেবেন না।
এদিকে দাবি আদায়ে ১০ জন শিক্ষার্থী গত পাঁচ দিন ধরে তিতুমীর কলেজ গেটের সামনে অনশন করছেন। তাদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উল্লেখ্য, সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে বেশ কয়েক মাস ধরে আন্দোলন করে আসছিলেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। এই দাবিতে মিছিল, সড়ক-রেলপথ অবরোধ, স্মারকলিপি প্রদান, ক্লাস বর্জনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
যার প্রেক্ষিতে সম্ভাব্যতা যাচাই-বাছাই করতে শিক্ষ মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিশেষ কমিটিও গঠন করা হয়।
তবে সম্প্রতি এ বিষয়ে ইতিবাচক কোনো সাড়া না পেয়ে গত ২৯ জানুয়ারি বিকেল থেকে দাবি আদায়ে আমরণ অনশনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন শিক্ষার্থীরা।
আপনার মতামত জানান