বলিউডের সবচেয়ে দামি বাড়ির মালিক কে?
বিনোদন ডেস্ক
শাহরুখ কিংবা অমিতাভ নয়, বলিউডের সবচেয়ে দামি বাড়ির মালিক কে?
শাহরুখ খান ও অমিতাভ বচ্চন
বলিউড তারকাদের নিয়ে যেমন পর্দায় আগ্রহের কমতি নেই অনুরাগীদের, তেমনি তাদের ব্যক্তিগত জীবন নিয়েও আগ্রহ তুমুল সবার মাঝে। তারকাদের ব্যক্তিগত সম্পর্ক, লাইফস্টাইল, বাড়ি-ঘর সবকিছুই থাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে। শাহরুখ খানের মান্নাত কিংবা অমিতাভ বচ্চনের জলসা নিয়ে মাতামাতিই তার প্রমাণ। মান্নাতের আনুমানিক মুল্য ২০০ কোটি এবং জলসার মূল্য ১০০ কোটি।
কিন্তু জানেন কি, ভক্তদের আগ্রহের তালিকায় তাদের বাড়িগুলো প্রথম দিকে থাকলেও সবচেয়ে দামি বাড়ি একটিও নয়। তাহলে বলিউডের সবচেয়ে দামি বাড়ির মালিক কে?
বলিউড সূত্র অনুসারে, শাহরুখের মান্নাতের দাম ২০০ কোটি টাকা। অন্যদিকে, অমিতাভের জলসার দাম ১০০ কোটি টাকা। বলিউডের অন্য তারকাদের বাড়ির দামও ৫০ থেকে ১০০ কোটির মধ্যে।
কিন্তু সেসব নজির ভেঙে দিয়েছে সাইফ আলি খানের বাড়ি। এটি আসলে বাড়ি নয়, আস্ত একটা প্রাসাদ। সাইফদের ‘পতৌদি প্যালেস’-এর দাম প্রায় ৮০০ কোটি টাকা। হরিয়ানার একেবারে প্রান্তে গুরুগ্রামে অবস্থিত এটি।
ভারতের প্রাক্তন ক্রিকেটার নবাব ইফতিকার আলি খান পতৌদি বানিয়েছিলেন পতৌদি প্যালেস। ইফতিকার সম্পর্কে সাইফের ঠাকুরদা হন। তিনি ছিলেন পতৌদির নবাব। উত্তরাধিকার সূত্রে বর্তমানে এই প্যালেস সাইফ ও তার পরিবারের।
১৯৩০ সালে ভোপালের বেগমের সঙ্গে বিয়ে সেরেছিলেন নবাব ইফতিকার আলি।
সেই সময় তিনি ভেবেছিলেন, তাদের পুরনো বাড়ি বেগমের থাকার উপযুক্ত নয়। তাই এই পতৌদি প্যালেস তৈরি করেছিলেন তিনি। প্রায়ই এই বাড়িতে স্ত্রী কারিনা কাপুর খান ও দুই পুত্র তৈমুর, জেহ’র সঙ্গে সময় কাটান সাইফ। মাঝেমধ্যে ছুটি কাটাতে যান ইব্রাহিম আলি খান ও সারা আলি খান এবং সাইফের দুই বোন সাবা আলি খান ও সোহা আলি খানও।
তবে অর্থের বিবেচনায় সাইফ আলী খানের বাড়ি সর্বাধিক ব্যয়বহুল হলেও তারকাদের বাড়ির মধ্যে শাহরুখ খানের মান্নাতকেই আইকনিক বাড়ি হিসেবে বিবেচনা করা হয়। প্রতিদিন মান্নাতের সামনে শত শত ভক্ত অনুরাগীদের ভিড় লক্ষ্য করা যায়। এমনকী ভারতের বাণিজ্যিক শহর মুম্বাই বেড়াতে গিয়েছেন কেউ অথচ শাহরুখের বাড়ি ঘুরতে যাননি, এমন মানুষও খুব কমই আছে। মুম্বাইয়ের অন্যতম দর্শনীয় স্থান বলিউড কিং শাহরুখ খানের বাড়ি মান্নাত। ২৭ হাজার বর্গফুট জায়গার ওপর অবস্থিত মান্নাত। বাড়ির মধ্যে মকবুল ফিদা হোসেনের আঁকা ছবি ছাড়াও প্রচুর বহুমূল্য সামগ্রী রয়েছে। বাড়ির ভিতরে জেড পাথরের গণপতি, প্যারিস থেকে আনানো চার ফুট লম্বা এক জোড়া কালো ফুলদানি, রাধাকৃষ্ণের বিশাল ভাস্কর্য-সহ আরও কিছু ঘর সাজানোর জিনিস।
আপনার মতামত জানান