পার্কের কেবিন থেকে ১২ তরুণ-তরুণীকে বিয়ে দিল এলাকাবাসী

প্রকাশিত





সিলেটের মোগলাবাজার থানার সিলাম রিজেন্ট পার্কের বিভিন্ন কেবিন থেকে ১২ তরুণ-তরুণী আটক করে স্থানীয়রা পরে এদের মধ্যে ৮জনকে কাজী ডেকে এলাকাবাসীর উদ্যোগে বিয়ে দেওয়া হয়। আর বাকী ৪ জনকে অভিভাবকেদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

জানা যায়, রবিবার (১৯ জানুয়ারি) বিকেলে পার্কে হানা দেয় এলাকাবাসী। এসময় তারা বিভিন্ন কেবিন থেকে ১২তরুণ-তরুণীকে আটক করে এদের মধ্যে ৪ যুগলকে ১০ লক্ষ টাকা দেনমোহর নির্ধারণ করে বিয়ে দিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেয় তারা। এদের মধ্যে সিলেটের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও রয়েছেন। এসময় পার্কে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয় উত্তেজিত এলাকাবাসী।

এলাকাবাসীর অভিযোগ, এখানে পর্যটন ব্যবসার আড়ালে সব অনৈতিক কাজ চলতো নিয়মিত। এই পার্কে কোনো দর্শনার্থী আসতো না এখানে উঠতি বয়সী বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ নানা পেশার মানুষ অনৈতিক কাজের জন্য আসতো।

এ বিষয়ে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে যাই পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। তবে বিয়ের বিষয়ে তিনি বলেন, এটা আমার দেখার বিষয় নয় আমি জানিও না। এলাকাবাসী ও নেতৃবৃন্দ এদের পরিবারকে ডেকে তাদের জিম্মায় ছেড়েছে।

আপনার মতামত জানান