সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান বৃদ্ধি করতে নতুন ভবন উদ্বোধন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫০ শয্যা বিশিষ্ট নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুরে সোনারগাঁয়ের সংসদ সদস্য ও জাতীয়পার্টির প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা ভবনটি উদ্বোধন করেন। পরে স্বাস্থসেবার জন্য খুলে দেওয়া হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাবরিনা হক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, ঢাকা স্বাস্থ্য বিভাগ বিভাগীয় পরিচালক ডা. ফরিদ হোসেন মিয়া, উপজেলা হেলথ কেয়ার (ইউএইচসি) লাইন ডাইরেক্টর ডা. রিজওয়ানুর রহমান, নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডা: আবুল ফজল মোহাম্মদ মশিউর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড.সামসুল ইসলাম ভূঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহি, সোনারগাঁ থানার ওসি হাফিজুর রহমান পিপিএম, উপজেলা আ’লীগের নবনির্বাচিত সহ-সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম প্রমুখ।
জানা যায়, ২০২০ সালের ১৬ ফেব্রুয়ারী ৫০ শয্যার তিনতলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। কার্যাদেশ পাওয়ার ১৫ মাসের মধ্যে ভবনটি হাসপাতাল কতৃপক্ষকে বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও করোনাকালীন সময়ের কারনে নির্মাণ কাজ বাধাগ্রস্থ হয়েছে বলে জানান ঠিকাদারী প্রতিষ্ঠান। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বরাদ্ধকৃত ৫০ শয্যা বিশিষ্ট এ হাসপাতাল ভবন নির্মানের ব্যয় ধরা হয়েছে প্রায় ৯ কোটি ৮৮ লাখ টাকা। নির্ধারিত সময়ের ১৫ মাস পর গত সপ্তাহে হাসপাতালের কাজ সম্পন্ন করে কতৃপক্ষকে বুঝিয়ে দিলে আজ (গতকাল) উদ্বোধন করে সেবার জন্য উম্মুক্ত করে দেওয়া হয়।
এ ব্যাপারে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. সজীব রায়হান জানান, এ ভবনটি উদ্বোধনের মাধ্যমে স্বাস্থ সেবা আরো গতিশীল ও উন্নত হলো। তিনি বলেন, এ হাসপাতালে বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসক আছে ৩ জন। নতুন ভবনে অর্থোপেডিক, চক্ষু, হুদরোগ, নাক-কান-গলা ও শিশু বিশেষজ্ঞ সহ আরো ৫ জন বিশেষজ্ঞ চিকিৎক স্বাস্থ্য দিবেন। এছাড়াও বর্হিবিভাগের সেবা বৃদ্ধি করা হবে। নতুন ভবনে তিনটি আলাদা আলাদা অপারেশন থিয়েটার থাকছে যেখানে একই সময়ে একই সাথে অর্থোপেডিক, সার্জারী ও সিজার করা যাবে। তবে আগামী দু’তিন মাসের মধ্যেই অপারেশন থিয়েটারের সরঞ্জাম চলে আসলে আমরা জনগনের সেবার মান বাড়াতে পারব। এছাড়াও ভবনে রয়েছে শিশুদের জন্য খেলার জায়গা, মুক্তিযোদ্ধা কর্নার (কেবিন), বিশেষজ্ঞদের বসার জন্য আলাদা চেম্বার থাকছে। তিনি আরো জানান, হাসপাতালে একটি এক্সরে মেশিন থাকলেও টেকনিশিয়ান না থাকায় হাসপালে কার্যক্রম বন্ধ আছে।
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাবরিনা হক জানান, নতুন ভবন উদ্বোধনের মাধ্যমে প্রশাসনিকভাবে ৫০ শয্যা হাসপাতালটি পূর্ণতা পেয়েছে। এ হাসপাতালে অন্যান্য সেবার সাথে থাকছে আলট্রাসনোগ্রাম করার ব্যবস্থা। তবে ৫০ শয্যা হাসপাতাল অনুমোদন হলেও মিনিষ্ট্রি থেকে এখনো জনবল অনুমোদন হয়নি। আমরা জনবলের জন্য আবেদন করেছি। আশা করি অতিদ্রুত মিনিষ্ট্রি থেকে অনুমোদন পাব। বর্তমানে আমরা ৩১ শষ্যার জনবল নিয়েই মনোরম, সুন্দর ও রোগমুক্ত পরিবেশে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমরা কাজ করছি।
এ সময় এমপি লিয়াকত হোসেন খোকা বলেন, ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মান করায় স্বাস্থ্য সেবার আমরা আরো একধাপ এগিয়ে গেলাশ। সরকারি হাসপাতাল থেকে সাধারন মানুষ বিনামূল্যে উন্নত মানের চিকিৎসা সেবা পাবে।
আপনার মতামত জানান