আগুনে দুই দোকান ভষ্মিভূত

প্রকাশিত

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদি বাজারে অগ্নিকাণ্ডে একটি কনফেকশনারী ও একটি টেইলারের দোকান ভষ্মিভূত হয়েছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের।

সোমবার (৫ সেপ্টেম্বর) ভোরে আগুনের খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।

সোনারগাঁ ফায়ার সার্ভিসের ইনচার্জ সুজন কুমার হালদার জানিয়েছেন, বৈদ্যুতিক শর্ক সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

জানা যায়, উপজেলার বারদি বাজারের বটতলা এলাকায় শরীফা কনফেকশনারী ও সালাউদ্দিন টেইলার্সে সোমবার ভোর ৫টার দিকে বৈদ্যুতিক শর্ক সার্কিট থেকে আগুন লাগে। আগুনে কনফেকশনারী দোকানের ফ্রিজ, টিভি সিসি ক্যামেরা, মনিটর, পন্য সামগ্রী ও টেইলার্সের দোকানের মেশিন, কাপড় পুড়ে যায়।

শরীফা কনফেকশনারীর মালিক আজিজুল ইসলাম বলেন, রোববার রাত সাড়ে ১০ টার দিকে দোকান বন্ধ করে বাসায় চলে যাই। ভোরে বাজার থেকে একাধিক মানুষ ফোন করে জানায় দোকানে আগুন লেগেছে। এসে দেখি আমার দোকানসহ দুই দোকান পুড়ে ছাই হয়ে যায়।

সোনারগাঁ ফায়ার সার্ভিসের ইনচার্জ সুজন কুমার হালদার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনা হয়। বৈদ্যুতিক শর্ক সার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত।

আপনার মতামত জানান