নির্বাচনী পদ্ধতি পরিবর্তন চায় জাপা, কি বললেন সিইসি?

প্রকাশিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় পার্টির (জাপা) সঙ্গে সংলাপ করেছ নির্বাচন কমিশন (ইসি)। আজ রোববার বেলা ১১টায় সংস্থাটির সম্মেলনকক্ষে এই সংলাপ শুরু হয়। সংলাপে জাতীয় পার্টির মহাসচিবের প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতিতে ভোটের প্রস্তাবের পরিপ্রক্ষিতে এ কথা বলেন সিইসি।

জাপা মহাসচিবের প্রস্তাবনার পরিপ্রক্ষিতে কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘দশ বছর আগেই আপনারা প্রস্তাবটা উপস্থাপন করেছিলেন। এটা নিয়ে তো আপনাদের সরব হতে হবে। কাউকে না কাউকে একটা নেতৃত্বসুলভ ভূমিকা নিতে হবে। আপনি একটা সিস্টেমের কথা বলেছেন।’

ইসি দক্ষতা দেখালেও সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন না হলে তা গ্রহণযোগ্য হবে না বলে জানায় জাপা। জাপার এই বক্তব্যে সিইসি বলেন, ‘আপনি বলেছেন, সিস্টেম পরিবর্তন করতে হবে। বর্তমান যে সিস্টেম, আপনি যথার্থই স্বীকার করেছেন। এ সিস্টেমে আমি যত দক্ষতা, যোগ্যতা দেখাই না কেনো সকলের কাছে একেবারেই গ্রহণযোগ্য নির্বাচন উঠে আসা কঠিন।’

সিইসি বলেন, ‘যার কারণে আমরা একটা সিস্টেমের ওপর ডিপেন্ড করতে চাই। আজ আমাকে এতবড় চ্যালেঞ্জ চিন্তাভাবনা করতে হচ্ছে কেন? রাতের ঘুম নষ্ট করতে হচ্ছে কেনো? একটা সিস্টেম প্রবর্তন করতে পারেন আপনারা। প্রপোরশনাল রিপ্রেজেশন যে সিস্টেমটা আমি কিন্তু পুরোপুরি জানি না। এটা কি আমাদের দেশের জন্য উপযোগী নয় বা আমাদের পলিটিক্যাল সেন্টিমেন্টের সঙ্গে যায় না বা খাপ খায় না? এটা নিয়ে আপনারা গবেষণা করতে পারেন, ওয়ার্কশপ করতে পারেন।’

সিইসি আরও বলেন, ‘ভোট কারচুপি যাতে না হয় সেজন্য একটা সিস্টেম চাচ্ছেন, যাতে রাজনতিক স্থিতিশীলতা ও সুন্দর পরিবেশ সৃষ্টি হয়। দলগুলোর সঙ্গে নিজেরা আলোচনা করেন। তাহলে সহমত সৃষ্টি হতে পারে। সিস্টেম নির্বাচনটা করে দেবে।’

নির্বাচন কমিশন সচিবালয়ে নির্বাচনী সংলাপে জাতীয় পার্টির মাননীয় মহাসচিব বীর মুক্তিযোদ্ধা জনাব অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু এমপির নেতৃত্বে জাতীয় পার্টির কো চেয়ারম্যান,এডভোকেট সালমা ইসলাম এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা এমপি, প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত মহাসচিব এডভোকেট রেজাউল ইসলাম ভুইয়া, প্রেসিডিয়াম সদস্য ও খুলনা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব সাহিদুর রহমান টেপা , প্রেসিডিয়াম সদস্য ও ময়মনসিংহ বিভাগীয় অতিরিক্ত মহাসচিব ফকরুল ইমাম এমপি, প্রেসিডিয়াম সদস্য ও মাননীয় চেয়ারম্যান এর বিশেষ সহকারী মীর আবদুস সবুর আসুদ, জহিরুল ইসলাম জহির, মোস্তফা আল মাহমুদ, ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন ভূইয়া, সিনিয়র যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু সহ নেতৃবৃন্দ ।

আপনার মতামত জানান