নির্মাণাধীন সড়কে ধস! নির্মাণ ব্যয় ১২ কোটি!

প্রকাশিত



বাগেরহাট-চিতলমারী-টুঙ্গিপাড়ার (পাটগাতী) ব্যস্ততম প্রধান সড়কটির এক পাশে ধস দেখা দিয়েছে। যেকোনো সময় সেখানে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী। এ বিষয়ে তাঁরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।

প্রত্যক্ষদর্শী চিতলমারীর দুর্গাপুর গ্রামের বাসিন্দা অরুন সরকার জানান, উপজেলার চরবানিয়ারী ইউনিয়নের শ্যামপাড়া গ্রামে নবনির্মিত উপজেলা খাদ্যগুদাম থেকে মাত্র ১০০ গজ দূরে পিচঢালা রাস্তার পাশে ধসের সৃষ্টি হয়েছে।

এলাকায় প্রবল বৃষ্টি হওয়ায় ও রাস্তার পূর্বপাশে নতুন ভবন নির্মাণের ওজনের চাপে এই ধস দেখা দিয়েছে।

তিনি আরো জানান, বাগেরহাট-চিতলমারী-টুঙ্গিপাড়া সড়কটি মহাসড়কের মতোই সব সময় ব্যস্ত থাকে। এই সড়ক দিয়ে দিনরাত ভারী ট্রাক-বাস, যাত্রীবাহী পরিবহনসহ নানা যানবাহন চলে। চলন্ত যানবাহন থেকে এই ফাটলের স্থান সহজে চোখে পড়ে না। ফলে ওই স্থান দিয়ে দুটি যানবাহন অতিক্রম করতে গেলে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।

১২ কোটি টাকার নির্মাণাধীন সড়কটি এখনও হস্তান্তর করা হয়নি। এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের বাগেরহাটের উপবিভাগীয় প্রকৌশলী সনৎ কুমার সাহার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।

আপনার মতামত জানান