নাম প্রকাশ করতে বলেছেন বিশিষ্টজনেরা
নির্বাচন কমিশন (ইসি) গঠনে রাষ্ট্রপতির কাছে পাঠানোর আগে সম্ভাব্য নামের তালিকা পাঠানোর আগে তা সবার সামনে প্রকাশ করার প্রস্তাব করেছেন বিশিষ্টজনেরা। তারা বলেছেন, নাম প্রকাশ করা হলে কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে সেই বিষয়ে মানুষ মতামত দিতে পারবে৷
সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমকে রহমান বলেছেন, ‘আমরা মোটামুটি সবাই একমত দিয়েছি যে নামগুলো রাষ্ট্রপতির কাছে পাঠানোর আগে যেন প্রকাশ করা হয়। যদি কোনো নামে আপত্তি থাকে তাহলে মানুষ জানতে পারবে। পাশাপাশি এমন লোককের নাম প্রস্তাব করতে হবে যার শক্ত মানদণ্ড আছে।’
তিনি আরও বলেন, ‘সার্চ কমিটির অনেক বড় দায়িত্ব। তারা যদি ভালো কমিশন গঠন করতে পারে নির্বাচন ভালো হবে। তাই তাদের বলেছি আপনাদের ওপর মানুষের আস্থা আছে আপনারা এমন কাজ করবেন যেন দেশের মানুষ বিশ্বাস রাখতে পারে।’
আসিফ নজরুল বলেছেন, ‘যাদের নাম প্রস্তাব করা হবে তারা যেন কোনো সময় কোনোভাবে রাজনৈতিক সুবিধাপ্রাপ্ত না হন। কোন সময় কোন টিভি টক শোতেও যদি সরকারের গুণগান গেয়ে থাকেন এরকম নাম যেন না আসে। পাশাপাশি রাষ্ট্রপতির কাছে নাম পাঠনোর আগে নামগুলো প্রকাশ করতে হবে। সার্চ কমিটি আমাদের কথাগুলো গুরুত্ব দিয়ে শুনেছেন। আমরা কেউ কোনো নাম প্রস্তাব করিনি।’
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আইনজীবী শাহদীন মালিক বলেন, ‘সার্চ কমিটির কাছে রাজনৈতিক দলগুলো যেসব নাম জমা দিয়েছে তা প্রকাশ করতে বলেছি। নামগুলো প্রকাশ করলে জানা যাবে আসলেই রাজনৈতিক দলগুলো সুষ্ঠু নির্বাচন চায় কি না।’ তিনি আরও বলেন, ‘সার্চ কমিটি আমাদের কথা মনোযোগ দিয়ে শুনেছেন। আমাদের কথাগুলো রেকর্ড থেকে আবারও শুনবেন।’
শনিবার (১২ ফেব্রুয়ারি) সার্চ কমিটির সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন বিশিষ্টজনেরা।
এর আগে মঙ্গলবার সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সার্চ কমিটির দ্বিতীয় দিনের বৈঠক শেষে ৬০ বিশিষ্ট নাগরিকের সঙ্গে বৈঠক করার কথা জানান অনুসন্ধান কমিটির সাচিবিক দায়িত্ব পালনকারী মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
গত ৫ জানুয়ারি প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন-২০২২ অনুসারে নির্বাচন কমিশন (ইসি) গঠনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করে।
সার্চ কমিটির অন্য সদস্যরা হলেন–হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহাহিসাব নিরীক্ষক মোহাম্মদ মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন ও কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক
আপনার মতামত জানান