ফকিন্নি বাজার

প্রকাশিত

 

ঢাকার তেজকুনি পাড়ায় খেলাঘর মাঠের পাশে ছোট্ট একটা কাঁচা বাজার। এখানে সব বিক্রেতা নারী। এ বাজারের বিশেষত্ব হচ্ছে, এখানে চাল বাদে অন্য সব খাদ্যপণ্য মানে ডাল-তেল-আটা-চিনি-লবণ-মসলা-শুটকি-শাকসবজি-ডিম—সব কিছু খুব কম পরিমাণে বিক্রি হয়।

এজন্য নিজের কর্মস্থল এবং বাড়ি থেকে অনেকটা পথ হেঁটে এসেও বাজার করেন অনেকে। কারণ এখানে জিনিস কেনা যায় অল্প পরিমাণে, দামও কিছুটা কম পড়ে।

এমনকি এখানে পলিথিনের প্যাকেটে করে ১০ টাকার সয়াবিন তেলও কিনতে পারবেন যে কেউ। স্থানীয় লোকেদের কাছে এটি পরিচিত ‘ফকিন্নির বাজার’ নামে। এই বাজারটির মূল ক্রেতা নিম্ন আয়ের মানুষজন।

তবে সাম্প্রতিক সময়ে সব জিনিসের দাম বৃদ্ধি পাওয়ায়, দাম ১০ টাকা ঠিক রেখে বিক্রেতারা পণ্যের পরিমাণ কমিয়ে দিয়েছেন। সেজন্য বাজার করতে আসা ক্রেতারা খুবই অসন্তুষ্ট।

 

আশেপাশের এলাকার দিন মজুর, গৃহকর্মী, নিরাপত্তাকর্মী, রিক্সা ও ভ্যানচালক এমন কম আয়ের মানুষজন সামর্থ্য অনুযায়ী জিনিসপত্র কিনতে পারেন বলে সারাদিন এখানে ভিড় থাকে।

কিন্তু কাজলী বেগম নামে একজন বিক্রেতা বলছিলেন, সম্প্রতি এখানে ক্রেতার সংখ্যা কমে গেছে।

 

তিনি বলছিলেন, “আগে যেখানে দিনে ২০ কেজি জিনিস বেচতাম এখন বেচি ১০ কেজি। যে এক কেজি নিত সে এখন আধা কেজি নেয়। কারণ দাম বেড়ে গেছে। মানুষও অত আসতেছে না কয়দিন ধইরা।”

 

আপনার মতামত জানান